তৃণমূলের প্রার্থী বাংলাদেশিদের কাছে ভোট চাইছেন? জানুন আসল সত্য
দাবি
সম্প্রতি শীতলকুচি বিধানসভার তৃণমূলের প্রার্থী পার্থ প্রতিম রায়ের ভোট প্রচারের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রার্থী তেঁতুলের ছড়া সীমান্তে কাঁটাতারের ওপারে দাঁড়ানো মানুষদের সাথে কথা বলছেন এবং করজোড়ে তাদের কাছে ভোট চাইছেন। ছবিটি শেয়ার করে বিজেপির (BJP) তরফে দাবি করা হচ্ছে তৃণমূল (Trinamool) প্রার্থী বাংলাদেশিদের কাছে ভোট চাইছেন।
তৃণমূলের শীতলকুচি বিধানসভার প্রার্থী বাংলাদেশের মানুষদের কাছে ভোট কেন চাইছে ?
Posted by Tarunjyoti Tewari on Tuesday, 23 March 2021
সত্যতা
আসলে প্রার্থী যাদের কাছে ভোট চাইছেন তাঁরা ছিটমহলের বাসিন্দা। ছিটমহল হল বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত ভারতের কিছু জমি। সেগুলো স্বাধীনতার পর বাংলাদেশ ভূখণ্ডের ভেতর থেকে যাওয়ায় সেখানে কাঁটাতার দেওয়া রয়েছে। কয়েক বছর আগেই ছিটমহল বিনিময় হয় ভারত বাংলাদেশের মধ্যে। অর্থাৎ কাঁটাতারের ওপারে যাদের কাছে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী তাঁরাও শীতলকুচিরই ভোটার, ভারতবাসী। তাঁরা কেউই বাংলাদেশি নন। বিজেপির দাবিটি সম্পূর্ণ মিথ্যে।