এজেন্ট বুথের ভোটার না হলেও চলবে, কমিশনের নিয়মে বিতর্ক

বিভিন্ন রাজনৈতিক দল সেই নিয়ম বদলের দাবি জানিয়েছিল।

March 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

যে সব রাজনৈতিক দল সাংগঠনিকভাবে দুর্বল, তাদের কথা ভেবে পোলিং এজেন্ট(Polling Agent) নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। বর্তমান নিয়মে অনেক রাজনৈতিক দল বা প্রার্থী সব বুথে এজেন্ট দিতে গিয়ে সমস্যার মধ্যে পড়েন। কারণ, পোলিং এজেন্টকে সেই বুথের ভোটার হতে হতো। বিভিন্ন রাজনৈতিক দল সেই নিয়ম বদলের দাবি জানিয়েছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, পোলিং এজেন্টকে সেই বুথের ভোটার না হলেও চলবে। তবে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হতে হবে।


তৃণমূল(TMC) নেতৃত্বের বক্তব্য, এবার বুথের সংখ্যা বেড়ে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি হয়েছে। প্রতিটি বুথে বিজেপি এজেন্ট দিতে পারে না। তাই তাদের সুবিধার জন্য এই সব করা হচ্ছে। এরপর হয়তো বলা হবে, দেশের যে কোনও প্রান্তের ভোটার হলেই তিনি এজেন্ট হতে পারবেন। এসব করে কিছু হবে না। মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। 


এদিকে, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বুথে ঢোকার আগে সবাইকেই মাস্ক পরতে হবে। একে বাধ্যতামূলক করতে চলেছে নির্বাচন কমিশন। সেই মতো প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। শুধু ভোটাররা নয়, ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিস সবাইকেই মাস্ক পরতে হবে। এছাড়াও বুথে ঢোকার মুখে স্যানিটাইজার রাখা থাকবে। থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হবে। যদি কোনও ভোটারের তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হয়, তাহলে তাঁকে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এসে ভোট দিতে হবে। কোভিড প্রোটোকল মানার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত আকারে প্রত্যেক বুথে জানিয়ে দিয়ে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen