দিলীপকে শালীনতার পাঠ পড়ালেন মহুয়া

ভোটের উত্তাপ যত বাড়ছে ততই এক দল আরেক দলের প্রতি আক্রমনাত্বক হয়ে উঠছে।

March 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটের উত্তাপ যত বাড়ছে ততই এক দল আরেক দলের প্রতি আক্রমনাত্বক হয়ে উঠছে। একে অপরকে কটাক্ষ করা রাজনীতিতে খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু এই কটাক্ষ করতে গিয়ে বার বার শালীনতার মাত্রা লঙ্ঘন করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়ে কুরুচিকর কথা বলে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। তৃণমূল(TMC) নেত্রীর ভাঙা পা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘বারমুডা’ পরার পরামর্শ দিয়েছেন দিলীপ।

মঙ্গলবার পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার দলীয় প্রার্থী পারসি মুর্মুর প্রচারে বের হন বিজেপির রাজ্য সভাপতি। হাটতলা মোড় থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পড়তে দেখিনি। যদি পা টা বার করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।”

এবার দিলীপের এই অশালীনতার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। টুইট করে দিলীপকে ‘দুশ্চরিত্র’ বলে আক্রমণ করেন তিনি। লেখেন, ‘জনসভায় বিজেপির রাজ্যসভাপতি জিজ্ঞেস করছেন মুখ্যমন্ত্রী কেন শাড়ি ছেড়ে বারমুডা পরেন না! আর এই দুশ্চরিত্র হনুমানরা বাংলার মানুষের ভোটে জিতবে? ‘

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen