দেশ বিভাগে ফিরে যান

প্রয়োজনে ফের ব্যারিকেড ভেঙে দিল্লী অভিযানের হুঁশিয়ারি টিকাইতের

March 24, 2021 | < 1 min read

দেখতে দেখতে ১৭ সপ্তাহ হয়ে গেল। এই মুহূর্তে গরম পড়ে গিয়েছে দিল্লী, পাঞ্জাব, হরিয়ানায়। নভেম্বরে যখন কৃষকদের বিক্ষোভ (Farmers Protest) শুরু হয়েছিল, তখন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছিল। এখন তা ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লীতে আন্দোলনরত কৃষকরা। শুধু তাই নয়। এবার ফের একবার দিল্লী অভিযান করতে চলেছেন কৃষকরা। মঙ্গলবার রাজস্থানের জমপুরের এক জনসভা থেকে এমনই বার্তা দেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি রাকেশ টিকাইত।

গতকাল কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারির সুরে টিকাইত (Rakesh Tikait) বলেন, ‘কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা বিভাজিত হবে না। প্রয়োজনে ফের একবার দিল্লী সীমান্তের ব্যারিকেড ভেঙে আমরা রাজধানীতে ঢোকার চেষ্টা করব।’ এখানেই মা থেমে তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার আমাদের ধর্ম, জাতপাতের নিরিখে বারংবার বিভক্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা আমাদের বিভক্ত করতে পারেনি। তারা অসফল। প্রয়োজনে আপনাদের ফের একবার দিল্লীর পথে হাঁটতে হবে। রাজধানীর সীমান্তে দাঁড় করানো ব্যারিকেড ভেঙে আমাদের ঢুকতে হবে।’

টিকাইতের হুঙ্কার, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলছেন যে কৃষকরা যেখানে ইচ্ছে সেখানে নিজেদের ফলন বিক্রি করতে পারবে। এই কথাকে প্রমাণ করতে আমরা রাজ্য বিধানসভা, জেলা প্রশাসকের অফিস এবং জাতীয় সংসদে আমাদের ফসল বিক্রি করতে যাব। সংসদের থেকে ভাল মণ্ডি তো আর হতে পারে না।’ উল্লেখ্য, এর আগে রবিবারই টিকাইত বলেছিলেন, যেভাবে দিল্লীকে কৃষকরা ঘেরাও করে রেখেছে, সেভাবেই যাতে কর্ণাটকের কৃষকরা বেঙ্গালুরুকে ঘিরে ফেলে। তাঁর মতে, ‘এই লড়াই আরও দীর্ঘায়িত হবে। আমাদের প্রতিটি শহরে এভাবে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আন্দোলন ততদিন চালাতে হবে, যতদিন না এই কালো আইন প্রত্যাহার করা হয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers Movement, #Rakesh Tikait, #Farm Laws

আরো দেখুন