পর পর দু’দিনে ২ সমীক্ষায় দু’রকম ফল, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এই বেসরকারি চ্যানেল?
রাজ্যে ক্রমশ চড়ছে নির্বাচনের পারদ। আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Elections 2021)। প্রধান দুই প্রতিপক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদল বিজেপি। কী হতে চলেছে আসন্ন ভোটে? কার দখলে যাবে রাজ্যের ক্ষমতা ?
এই পরিস্থিতিতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেল পর পর দুদিন ২টি আলাদা বেসরকারি সংস্থাকে দিয়ে যে দুটি সমীক্ষা করাল, তাতে ফারাক আকাশ পাতাল। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। ম্যাজিক ফিগার ১৪৮।
গতকাল, এক বেসরকারি চ্যানেল সিএনএক্স নাম আর এক বেসরকারি সংস্থ্যকে দিয়ে সমীক্ষা করে দেখায় যে তৃণমূল পেতে পারে ১৩৬-১৪৬টি আসন (ভোটের শতাংশ ৪০), বিজেপি পেতে পারে ১৩০-১৪০টি আসন (ভোটের শতাংশ ৩৮), সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪- ১৮টি আসন(ভোটের শতাংশ ১৬) এবং বাকিরা পেতে পারেন ১- ৩টি আসন অর্থাৎ ৬ শতাংশ মানুষের ভোট। অর্থাৎ কেউই সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না।
আজকে সেই একই চ্যানেলে চূড়ান্ত জনমত সমীক্ষার ফল প্রকাশ করল বেসরকারি সংস্থা সি ভোটার। আর তাতে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। প্রসঙ্গত, ১৭, ৮৯০ জনের ওপর করা হয়েছিল এই সমীক্ষা।
সি ভোটারের জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে ফলাফল সামনে এল তা হল, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পেতে পারে ১৫২- ১৬৮ তি আসন, পেতে পারে ৪২ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ১০৪- ১২০ টি আসন, ভোট পাওয়ার সম্ভবনা ৩৭ শতাংশ। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৮- ২৬টি আসন, মোট ১৩ শতাংশ মানুষের ভোট পেতে পারেন তারা। বাকিরা পেতে পারেন ০- ২ টি আসন অর্থাৎ ৮ শতাংশ মানুষের ভোট।
ঠিক কি বোঝাচ্ছে পর পর দুদিনের এই ২ সমীক্ষা? সাধারণ মানুষের মতে এই দুই সমীক্ষা প্রশ্ন তুলছে চ্যানেলটির বিশ্বাসযোগ্যতায়।