নির্বাচনের দিন হিংসার ছক বিজেপির,কমিশনে তৃণমূল

আরো একটি অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হয়েছে।

March 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আরও একবার নির্বাচন কমিশনের(ECI) দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। নির্বাচনের দিন এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে পটাশপুর, ভগবানপুর, এগরা, রামনগর এবং খেজুরিতে হিংসার ঘটনা ঘটতে পারে। তাই, এই জায়গাগুলিতে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek o Brien)এবং রাজ্যের বিদায়ী নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। তাঁদের সন্দেহ এই এলাকাগুলিতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করছে বিজেপি(BJP)।

এছাড়াও আরো একটি অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারি নন্দীগ্রামে বহিরাগত সশস্ত্র দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন। তৃণমূলের তরফ থেকে নির্দিষ্ট জায়গার নাম করেই করা হয় এই অভিযোগ। যেসব জায়গায় দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছেন সেগুলি হল, বড়বেড়িয়া, চৈতন্য বাজার, হাসপাতাল মোড়ে অমিতের বাড়ি, হরিপুরে মেঘনাথ পালের বাড়ি, বোয়ালে পবিত্র করে বাড়ি, বলরামপুর ইঁটভাটা সহ আরো বেশ কিছু জায়গা।

তৃণমূলের অভিযোগ, নির্বাচনের দিন অশান্তি সৃষ্টি করতেই এই বহিরাগতদের নিয়ে এসেছেন বিজেপি নেতা। স্থানীয় পুলিশকে জানিয়ে কোনও সুরাহা হয়নি। তাই শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই নির্বাচন কমিশনের কাছে আরো বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানাল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen