চার ভাইয়ের ‘করোনা চা’ সাড়া ফেলল খড়্গপুরে
‘আমরা কি চা খাবনা? খাবনা চা আমরা?’ এই সেই ভাইরাল উক্তি। এবার সেই চাকেই প্রতিষেধক বানালেন খরগপুরের চার ভাই। চিকিৎসকের পরামর্শ মেনে বিভিন্ন উপাদান সমৃদ্ধ ‘করোনা চা’ বানিয়ে ফেললেন তারা।
করোনা সচেতনতার প্রচারে সে চা মানুষকে খাইয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন খড়্গপুরে ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার চার ভাই শ্রীকান্ত, সিএইচ সন্তোষ কুমার, সিএইচ নবীন কুমার, সিএইচ রামকৃষ্ণ।
তাদের তৈরি এই চিনি ছাড়া চা-এ রয়েছে আদা, গোলমরীচ, বিটনুন, তেজপাতা, তুলসী, পুদিনা, এলাচ, দারচিনি, গুড়, লবঙ্গ, জিরা সহ মোট উনিশ টি উপাদান। সোস্যাল মিডিয়ায় দেখে এই চা তৈরি করে দুই ভাই। তারপর এলাকা সংলগ্ন হাসপাতালে গিয়ে কর্মীদের খাইয়ে আসে। খাওয়ানো হয় খরগপুর মহকুমা শাসককেও।
সিআরপিএফের প্রাক্তন জওয়ান শ্রীকান্তের কথায় ঘরে বসে করোনা পরিস্থিতিতে কিছু করার কথা মাথায় আসে। সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেয়ে যান এই চায়ের রেসিপি। তারপরই এই উদ্যোগ।