দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

খেজুরিতে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৯ বিজেপি কর্মী

March 26, 2021 | < 1 min read

পটাশপুরের মথুরা এলাকায় তৃণমূলের সভামঞ্চ ভাঙচুর, দলীয় পতাকা ছেঁড়া, তৃণমূল কর্মীদের মারধর, বোমাবাজির অভিযোগে ৯ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিস। অন্যদিকে, খেজুরি (Khejuri) বিধানসভা কেন্দ্রের বীরবন্দরে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাসের গাড়ি ভাঙচুর ও তৃণমূল কর্মী-সমর্থকদের মারধরের ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। পটাশপুরের ঘটনায় ধৃতদের বাড়ি স্থানীয় আড়গোয়াল সহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে, খেজুরির ঘটনায় ধৃতরা হল, পাটনা গ্রামের অনুপ ভক্তা, আলিচকের সুশান্ত মণ্ডল ও কন্ঠিবাড়ির সনৎ মাইতি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মথুরা গ্রাম পঞ্চায়েতের বাল্যগোবিন্দপুর হাইস্কুলে মাঠে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল (Trinamool) প্রার্থী অর্ধেন্দু মাইতির সমর্থনে সংসদ সদস্য সৌগত রায়ের সভা ছিল। সভার আগে বিজেপির লোকজন সেখানে চড়াও হয়ে তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেয় এবং সভামঞ্চ ভাঙচুর করে। প্রতিবাদ করতে গেলে বিজেপির লোকজন কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে। তারা মথুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং এলাকায় ব্যাপক বোমাবাজিও করে। এই ঘটনায় গ্রামবাসীরা বেশ কয়েকজনকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিস ও আধাসেনা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিস ধৃতদের কাছ থেকে একটি তাজা বোমা ও দু’টি বাইক বাজেয়াপ্ত করে। পরে এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে বুধবার ৯ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিস। অন্যদিকে, মঙ্গলবারই খেজুরির বীরবন্দরে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাসের সমর্থনে টোটো নিয়ে প্রচার-মিছিল বের হয়েছিল। অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপির (BJP) কর্মী­রা প্রার্থী পার্থপ্রতিমবাবুর গাড়ি ভাঙচুর ও তৃণমূল কর্মী­-সমর্থকদের মারধর করে। প্রার্থীর অভিযোগের ভিত্তিতে পুলিস বুধবার তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Khejuri, #West Bengal Assembly Election 2021

আরো দেখুন