‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম’ মোদিকে নিয়ে কটাক্ষ নেটদুনিয়ায়
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম। শুক্রবার ঢাকায় মুজিব শতবর্ষে অনুষ্ঠানে এমন দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্মৃতিচারণায় তিনি বলেন,’জীবনের শুরুর দিকে আন্দোলনগুলির অন্যতম ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে সামিল হওয়া।’
মোদীর এই বক্তব্য সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই নেটদুনিয়ায় শুরু হয় কটাক্ষ। মানুষের প্রশ্ন, এমন কোনও আন্দোলন আছে যাতে উনি অংশ নেন নি? কেউ কেউ জিজ্ঞাসা করছেন, উনি কি পলাশীর যুদ্ধেও ছিলেন? কারও কটাক্ষ, উনি ঘনাদাকেও হার মানাবেন। কটাক্ষ করেছেন গান্ধীজির প্রপৌত্র তুষার গান্ধীও। তিনি লেখেন, আজ ঢাকায় কাকেদের খুব ব্যাস্ততা, কারণ, মিথ্যে বললেই কাক….
কেউ কেউ বলছেন, মুক্তিযুদ্ধের সময় তো মোদির হিমালয়ে থাকার কথা। তাহলে কোনটা সত্যি?
কেউ আবার মনে করিয়ে দিচ্ছে মোদির সাথে হেনরি কিসিঞ্জারের সখ্যতার ইতিহাস! কিসিঞ্জার মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পরামর্শদাতা ছিলেন এবং বাংলাদেশকে সাহায্য করতে চাননি।
দেখব এরকম আরও কিছু টুইট:
This is how #Bangladesh born. #1971
Posted by MAli’s on Friday, 26 March 2021