দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিডিওকে অন্য ঘরে বসিয়ে নন্দীগ্রামের পর্যবেক্ষকের সঙ্গে মিটিং কেন্দ্রীয় মন্ত্রীর!

March 26, 2021 | < 1 min read

নন্দীগ্রামে বিজেপির হার কী এতটাই প্রকট? এই সম্ভবনাকে নিয়েই জল্পনা উস্কে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। আজ বিডিওকে অন্য ঘরে বসিয়ে নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের পর্যবেক্ষক হেমেন দাশের সঙ্গে একান্তে সাক্ষাৎ করলেন তিনি, জানাচ্ছে সূত্র। এই সাক্ষাতটি হয় নন্দীগ্রাম ১-এর বিডিওর দফতরে, যেখানে বিডিওকে বাইরে রেখে তার ঘরেই চলে শলাপরামর্শ। উল্লেখ করা যেতে পারে এই দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের জন্য কিন্তু আলাদা ঘরের ব্যবস্থা আছে।

তাহলে কেন এই অপমান? নন্দীগ্রামের (Nandigram) প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল তিনি রাজ্যের নানান আধিকারিকের হঠাৎ হঠাৎ করে বদলির ব্যাপারে মুখ খুলেছিলেন। তারপরেই নন্দীগ্রামের বিডিওকে এরকম ভাবে হেনস্থা করা। অনেকেই মনে করছেন যে এই দুই ঘটনার যোগ থাকলেও থাকতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করার পর থেকেই একের পর এক আক্রমণ করা হচ্ছিল তৃণমূলের নেতাকর্মীদের ওপর। তারপর মমতা আহত হবার পর, নির্বাচন কমিশনে ভুয়ো কাগজপত্র নিয়ে অভিযোগ ও জানাতে গিয়েছিলো বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকাল আগ্নেয়াস্ত্র সহ প্রায় ৩০ জন বহিরাগত ধরা পড়েছে কাঁথিতে। মনে করা হচ্ছে এরা বিজেপির মদতেই অশান্তি ছড়াতে এলাকায় ঢুকেছিলো।

প্রশ্ন উঠছে, তাহলে কি হার নিশ্চিত জেনেই বিজেপি (BJP) এখানকার নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে? নিত্যনতুন সব ঘটনায় বাড়ছে জল্পনা

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #West Bengal Assembly Elections 2021, #Dharmendra Pradhan, #bjp

আরো দেখুন