৫ মিনিটের ব্যবধানে অর্ধেক ভোটদানের হার! কমিশনের অ্যাপ নিয়ে প্রশ্ন তৃণমূলের
মাত্র ৫ মিনিটের ব্যবধানেই পূর্ব মেদিনীপুরের বেশ কিছু বুথে প্রায় অর্ধেকে নেমে এল ভোটদানের হার। এইরকমই অভিযোগ নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ নিয়েই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
তৃণমূলের (Trinamool) টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে দাবি করা হয়েছে, কাঁথি দক্ষিণ এবং কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে সকাল ৯:১৩ মিনিটে ভোটদানের হার ছিল যথাক্রমে ১৮.৪৭% এবং ১৮.৯৫%। সেটি সকাল ৯:১৭ মিনিটে কমে হয়েছে ১০.৬% এবং ৯.৪%। মাত্র ৫ মিনিটের ব্যবধানে কেন এই ব্যাপক ব্যবধান সেই বিষয়ে কমিশনকে তদন্ত করার আর্জি জানিয়েছে রাজ্যের শাসক দল।
এছাড়াও কাঁথিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ইভিএম বিভ্রাট। তৃণমূলে ভোট দিলেও তা পড়ছে বিজেপিতে। বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণর শুরুর কিছুক্ষণের মধ্যেই এমন অভিযোগ তুলেছেন কাঁথি দক্ষিণের ভোটাররা। ইভিএম বদলের দাবিতে বুথের বাইরে বিক্ষোভে শামিল স্থানীয়রা। রাজ্যে ক্ষমতায় আসতে বিজেপি যে সর্বশক্তি দিয়ে নেমেছে এবং ঠিক ভুল যেকোনো পন্থা গ্রহণ করতে প্রস্তুত তা স্বীকার করছে রাজনৈতিক মহল।