বিজেপি জিতলে দুয়ারে ভাষণ, তৃণমূল জিতলে দুয়ারে রেশন: অভিষেক

এদিন তালডাংরার বিবড়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমুদ্রের মাঝে ভাসেন। সেখানে দলের কর্মী-সমর্থকদের অনেককে ‘খেলা হবে’ গেঞ্জি পরে জনসভায় আসতে দেখা যায়। মহিলা কর্মীরাও জোড়াফুলের ছাপ দেওয়া শাড়ি পরে সভায় আসেন। জনসমুদ্র দেখে অভিষেক আপ্লুত হন। তিনি বলেন, এদিন সভামঞ্চ মা, বোনেরাই ভরিয়ে দিয়েছেন।

March 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বিজেপি বলছে, ওরা ক্ষমতায় এলে স্বাস্থ্যসাথী তুলে দিয়ে আয়ুষ্মান ভারত দেবে। কিন্তু, আপনারা জানেন কী, যাঁদের ঘরে টিভি, ফ্রিজ, পাকা বাড়ি আছে, বাইক আছে তারা সেই সুবিধা পাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী সবাই পাবেন। আমরা বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দিই। বিনা পয়সায় রেশন দিই। আর ওরা শুধু বিনা পয়সায় ভাষণ দেন। আমরা দুয়ারে রেশন দেব। ওঁরা দুয়ারে শুধু ভাষণ দেবেন। ২মে সরকার প্রতিষ্ঠার পর আর আপনাদের রেশনের দোকানে লাইন দিতে হবে না। সরকার আপনার দরজায় রেশন পৌঁছে দেবে। তাই আপনাদের কী চাই? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? শুক্রবার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ, সোনামুখীর শ্যামল সাঁতরা ও তালডাংরার প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা থেকে এ ভাবেই বিজেপিকে আক্রমণ করেছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন, বিজেপির ইস্তাহার অডিও। শুধু শোনা যায়। চোখে দেখা যায় না। আর আমাদের অঙ্গীকার হাই কোয়ালিটি ডিভিডি। কানে যেমন শোনা যায়, চোখেও দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১০টি অঙ্গীকার করেছেন। তা শুনেই বিজেপি নেতাদের মাথা ঘুরে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ টাকার হাওয়াই চপ্পল পরে ১০ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছেন। বিষ্ণুপুরের সভায় অভিষেক বলেন, বিজেপি বলছে, তারা বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল। তাহলে লড়াইয়ের ময়দানে রিপোর্ট কার্ড নিয়ে আসেনি কেন? সাত বছরের রিপোর্ট কার্ড কোথায়? লড়াই হোক তথ্য পরিসংখ্যান নিয়ে। একদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকবেন, আর অন্যদিকে আমি থাকব। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। প্রতিযোগিতার মঞ্চ, সময় ও জায়গা আপনি ঠিক করুন। সঞ্চালকও আপনি ঠিক করুন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম। যদি আপনাকে হারিয়ে মাঠের বাইরে না পাঠাতে পারি, আমি রাজনীতির আঙিনায় পা রাখব না।

এদিন তালডাংরার বিবড়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমুদ্রের মাঝে ভাসেন। সেখানে দলের কর্মী-সমর্থকদের অনেককে ‘খেলা হবে’ গেঞ্জি পরে জনসভায় আসতে দেখা যায়। মহিলা কর্মীরাও জোড়াফুলের ছাপ দেওয়া শাড়ি পরে সভায় আসেন। জনসমুদ্র দেখে অভিষেক আপ্লুত হন। তিনি বলেন, এদিন সভামঞ্চ মা, বোনেরাই ভরিয়ে দিয়েছেন।

তিনি বিজেপিকে (BJP) কটাক্ষ করে বলেন, তৃণমূলের ইস্তাহার, গান সবই নকল করেছে বিজেপি। আমরা জাত নিয়ে নয়, ভাত নিয়ে রাজনীতি করি। তাই মানুষ আমাদেরই সমর্থন করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen