৪ এ ৪ তৃণমূল, জঙ্গলমহলে বিজেপির বিসর্জন হল- ছত্রধর
এক দশক পর ভোটের লাইনে ছত্রধর মাহাতো। মাঝে ১০ বছর ভোট দিতে পারেননি। জেল থেকে মুক্তি পেয়ে এবার ভোট দিলেন তিনি। আর ভোটে দিয়ে হাসি মুখে জানালেন ঝাড়গ্রামে তৃণমূলের পক্ষে ৪ এ ৪ শুধু সময়ের অপেক্ষা।
বঙ্গে ৮ দফার ভোটের প্রথম পর্ব শুরু হয়েছে শনিবার। একুশের প্রথম দফায়, জঙ্গলমহলে (Jungle Mahal) ভোটের দিন সপরিবারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ছত্রধর।
একসময় পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়েছিলেন। সময় বদলেছে। ছত্রধর মাহাত (Chhatradhar Mahato) আজ তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক।
কারা জীবন থেকে যুক্তি পেয়ে সমাজের মূল স্রোতে ফিরেছেন ছত্রধর মাহাতো। পুরনো দিনকে পিছনে ফেলে ছত্রধর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিলেন। ভোট দিল তাঁর পরিবারের সদস্যরাও। ভোটাধিকার প্রয়োগ করে ছত্রধর জানান, আমার পছন্দের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেকথা মাথায় রেখেই ভোট দিচ্ছি।
তিনি আশাবাদী, কিন্তু তৃণমূল জিতবে কি? ছত্রধর বললেন, ঝাড়গ্রামের ৪ আসনের কথা বাদ দিন, গোটা জঙ্গলমহল থেকে বিজেপিকে উচ্ছেদ করে দেবেন মানুষ, শুধু সময়ের অপেক্ষা।