কলকাতা বিভাগে ফিরে যান

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বদল বিজেপি প্রার্থী

March 29, 2021 | < 1 min read

তৃণমূল হোক বা বিজেপি, প্রার্থী নিয়ে এবারের নির্বাচনে দলের অন্দরেই ক্ষোভ-বিক্ষোভ কম হয়নি। এক পক্ষ অন্য পক্ষকে এ নিয়ে কটাক্ষে বিঁধতেও ছাড়েনি। সেই সূত্রে প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরও বিভিন্ন আসনে প্রার্থী বদল করতে হয়েছে তৃণমূল, বিজেপি দু’পক্ষকেই। কিন্তু এবার গলসিতে বিজেপি(BJP) যেভাবে প্রার্থী বদল করল, তাতে শোরগোল পড়ে গিয়েছে রীতিমতো। ওই আসনের প্রার্থী তপন বাগদি মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের মুহূর্তেই তাঁকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় নতুন প্রার্থী হচ্ছেন বিকাশ বিশ্বাস(Bikash Biswas)।

সূত্রের খবর, গলসিতে(Galsi) প্রার্থী ঘোষণার পর তপন বাগদিকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ দানা বাঁধছিল। এরই মধ্যে তিন দিন আগে ছন্দপতন হয়। বর্ধমানের পার্টি অফিসে ডেকে পাঠানো হয় তপন বাবুকে। তাঁকে বলা হয়, যেহেতু তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে, তাই তাঁকে প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে হবে। যদিও তাতে রাজি হননি তপন বাবু।

TwitterFacebookWhatsAppEmailShare

#galsi, #candidate, #West Bengal Elections 2021

আরো দেখুন