ঘরে বসে খেলুন এই স্মার্টফোনের গেমগুলি
ঘরে বসে বসে বোর হচ্ছেন? টিভি আর সোশ্যাল মিডিয়ায় কতক্ষণ সময় কাটানো যায়? বোরডাম খানিকটা কাটাতে ঘরে বসে খেলুন এই মজাদার স্মার্টফোন গেমগুলি।
পোকেমন গোঃ
পোকেমন একটি ভার্চুয়াল প্রাণী। কার্টুনের এই চরিত্র সবারই খুব প্রিয়। এই গেমে বিভিন্ন জায়গা ঘুরে পোকেমনকে খুঁজে বের করতে হবে। তারপরে তাকে অন্য পোকেমন ধরার জন্যে প্রশিক্ষণ দিতে হবে। ২০১৬ সালে এই গেমটা রিলিজ হওয়ার ১৩ ঘন্টার মধ্যে তা জনপ্রিয়তার শীর্ষে চলে যায়।
পাবজি মোবাইলঃ
পাবজি অন্যতম একটি জনপ্রিয় গেম। এই গেমে গেমার সহ আরো ৯৯ জনকে বেঁচে থাকার জন্যে সরঞ্জাম ছাড়াই একটি দ্বীপে ছেড়ে দেওয়া হয়। সেখানে টিকে থাকার জন্যে যা যা করা দরকার তা আপনাকে করতে হবে। স্বাভাবিক ভাবেই এই গেমটি ভীষণ মজাদার এবং জনপ্রিয়তার শীর্ষে।
ফোরট নাইটঃ
এটি এ বছরের অন্যতম আলোচিত গেম। দলবদ্ধ ভাবে খেলে যে শেষ অবধি টিকে থাকবে সেই জিতবে। সবাইকে একটি দ্বীপে রাখা হবে। সেখান থেকে ফোরট নাইট দ্বীপে নিয়ে যাওয়া হবে এয়ার বাসে। তারপর একে অপরকে দমন করে টিকে থাকার লড়াই।
মাইন ক্র্যাফটঃ
রয়েছে একটি বিশাল খনি। আপনাকে এখানে নতুন করে অনেক কিছু বানাতে হবে, খারাপ চরিত্রগুলিকে মারতে হবে। এতে রয়েছে সারভাইবাল মোড। আপনার গোপনীয় জিনিসপত্র, সম্পদ, খাবার লুকিয়ে রাখতে পারবেন।
ক্র্যাশ ল্যান্ডঃ
এই গেমটি মুক্তি পেয়েছে ২০১৬ সালে। সেই থেকে এটি জনপ্রিয় গেমগুলির মধ্যে অন্যতম। এতে ট্র্যাকার রয়েছে। এই ট্যাকারটি এলিয়নদের গ্রহে ক্র্যাশ করে। গেমারের কাজ সেই ট্যাকারটিকে খুঁজে বের করা। আবার শত্রু থেকে নিজেকে রক্ষাও করতে হবে।
ইভো ল্যান্ডঃ
এই গেমের দুটি পার্টই অত্যন্ত জনপ্রিয়। এই গেম বিভিন্ন গেমের সমাহার। পাবেন পাজল, টপ ডাউন শুটার, ক্লাসিক যোদ্ধা, ট্রেডিং কার্ড এবং প্ল্যাটফরমার মেকানিক্স। এর গ্রাফিক্স আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন।
হোলডাউনঃ
গ্রহ-নক্ষত্রের ভার্চুয়াল জগত নিয়ে এই গেমটি। এতে রয়েছে শুটিং বল ও ভাঙ্গা ব্লক। ভূ-গর্ভস্থ খনন বা গ্রহ থেকে গ্রহে ঘুরে বেড়ানো। পর্যাপ্ত স্ফটিক সংগ্রহ করে পৃষ্ঠের নীচের গভীরতা কমাতে হবে গেমারকে।