আজই প্যান-আধার যোগের শেষদিন
আজ, বুধবার শেষ হচ্ছে প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আধার (Aadhaar) নম্বর যোগ করার সময়সীমা। অর্থবিল ২০২১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ মার্চের মধ্যে প্যান-আধার সংযোগ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স (Income Tax) আইনের ২৩৪এইচ ধারা অনুযায়ী সরকার প্রদত্ত সময়সীমার মধ্যে প্যানের সঙ্গে আধার যোগ করতে হবে। তা না হলে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। এর ফলে ওই প্যান জমা দেওয়া যাবতীয় আর্থিক পরিষেবা বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নয়া নিয়মের জন্য ১ এপ্রিল থেকে অটো ও রেকারিং পেমেন্ট পরিষেবা ক্ষতিগ্রস্ত হতে পারে। আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী ১ এপ্রিল থেকে পাঁচ হাজার টাকা বেশি ডিজিটাল লেনদেনের জন্য গ্রাহকদের অতিরিক্ত অথেন্টিকেশন বা এএফএ দিতে হবে। তবেই সম্পন্ন হবে সেই লেনদেন। অর্থাৎ, অনলাইনে স্বাভাবিক লেনদেন করার সময় যে ওটিপি বা পাসওয়ার্ড দিতে হয়, পাঁচ হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত ওটিপি ব্যবহার করতে হবে। ২০১৯ সালের আগস্টে আরবিআই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছিল, দু’হাজার টাকার বেশি ডিজিটাল লেনদেনে এই অতিরিক্ত অথেন্টিকেশন করতে হবে। কিন্তু, আর্থিক প্রতিষ্ঠানগুলি তাতে আপত্তি জানায়। তাদের দাবি ছিল, দু’হাজার টাকা নয়, পাঁচ হাজার টাকা লেনদেনে এই সিদ্ধান্ত নেওয়া হোক। সেইমতো আরবিআই ডিসেম্বরে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে। তারপরে ব্যাঙ্ক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি জানায়, ৩১ মার্চের মধ্যে এই নয়া নিয়ম চালু করা হবে। সেইমতো আজ, বুধবার শেষ হচ্ছে সময়সীমা। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট লেনদেনের ২৪ ঘণ্টা আগে আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের এসএমএস বা ই-মেইল পাঠাবে। সেখানে গ্রাহক সম্মতি দিলেই সম্পন্ন হবে লেনদেনটি। এর ফলে অটো ও রেকারিং লেনদেন বিঘ্ন হতে পারে।