কর্মীদের অক্সিজেন দিতে নন্দীগ্রামের পথে মমতা

ভোটে অনেকটা আগে থেকেই নন্দীগ্রামের এন্ট্রিপয়েন্ট রেয়াপাড়ার ঘাঁটি তৈরি তৈরি করেছেন রেয়াপাড়া।

April 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সকাল থেকে বুথে বুথে ঘুরছেন তাঁর এজেন্ট শেখ সুফিয়ান-সহ অন্যান্য কর্মীরা। এবার ভোট পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে নিজেই বেরোলেন মমতা। সূত্রের খবর প্রথমেই বয়াল যাচ্ছেন তিনি। তারপর সোনাচূড়া, গোকুলনগরেও যেতে পারেন তিনি। সকাল থেকে এই এলাকাগুলির নানা বুথ থেকেই তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ আসছিল। বিশেষত বয়ালের ৬ এবং ৭ নং বুথে এজেন্ট বসতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ। সেখানেই মমতা যাচ্ছেন কর্মীদর আত্মবিশ্বাস দিতে।

ভোটে অনেকটা আগে থেকেই নন্দীগ্রামের এন্ট্রিপয়েন্ট রেয়াপাড়ার ঘাঁটি তৈরি তৈরি করেছেন রেয়াপাড়া। আগেই তিনি জানিয়ে দেন ভোটের দিন এখানেই থাকবেন, এমনকি বিকেলে কলকাতা যাওয়ার পরিকল্পনাও বাতিল করে দেন। সকাল থেকেই খোঁজ রাখছিলেন কোথায় কী চলছে। দফায় দফায় অভিযোগ আসতে শুরু করে। সকালে অন্তত ৮০টি জায়গায় পোলিং এজেন্ট ঢুকতে পারছিলনা। বেলা গড়াতেই সেই সমস্যা মিটে যায়। কিন্তু অন্য দিকে বোমাবাজির অভিযোগ আসতে থাকে কালীচরণপুর, সোনাচূড়া থেকে।

সবচেয়ে বেশি অভিযোগ আসে বয়াল অঞ্চল থেকে। কর্মীরাই তাঁকে জানান, বয়ালের অন্তর্গত ১৩, ১৪, ১৮,১৯,২০ নং বুথে তৃণমূল সমর্থকদের ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ।এমনকি গ্রামে ঢুকে ভোট দিতে না যাওয়ার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। বয়ালের ৬ নং বুথে শম্ভুনাথ প্রাইমারি হাইস্কুল ও ৭ নং বুথের মক্তব প্রাইমারি স্কুল দীর্ঘক্ষণ দখল করে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অঞ্চলে অশান্তি ক‌মলেও বয়াল অশান্তই থেকেছে। সম্ভবত সেই ঘটনার জেরেই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি রওনা হলেন খতিয়ে দেখতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen