পায়ের তলায় মাটি সরে গেছে, তাই মনস্তাত্বিক লড়াই চালাচ্ছে বিজেপি: তৃণমূল
নন্দীগ্রামে (Nandigram) শান্তিপূর্ণ ভোট হওয়ার দাবি করল তৃণমূল (Trinamool)। তৃণমূলের তরফ থেকে রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray) তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ‘নন্দীগ্রামের মানুষ তাঁদের আপনজন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই বিপুল সংখ্যায় তাঁরা ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।’
যদিও তিনি এও বলেন ১০ টি বুথে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তৃণমূল নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করবে।
বিজেপিকে (BJP) কটাক্ষ করে সাংসদ এদিন বলেন, ‘বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে, তাই তারা মনোস্বাত্বিক লড়াই শুরু করেছে। অপপ্রচার চালাচ্ছে তারা। মানুষ সেই অপপ্রচারে সাড়া দেন নি।’
শেষে সাংসদ দৃঢ়তার সঙ্গে বলেন, যা খবর এসেছে তাতে বাকি ২৯ টি কেন্দ্রেও বিপুল সংখ্যক মানুষ তৃণমূলের সমর্থনে ভোট দিচ্ছেন। তৃণমূলের তরফ থেকে এই ঐতিহাসিক সাফল্যের জন্যে ভোটারদের অভিনন্দন জানিয়েছেন সাংসদ।