নন্দীগ্রামে আমিই জিতছি: মমতা
রাজ্যে দ্বিতীয় দিনের ভোটে প্রধান যুদ্ধক্ষেত্র নন্দীগ্রাম (Nandigram)। সেই যুদ্ধক্ষেত্রে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বয়ালের স্পর্শকাতর বুথ থেকে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আমি নন্দীগ্রামে জেতা নিয়ে চিন্তিত নই, এখানে আমি মা-মাটি-মানুষের আশীর্বাদে জিতব। ৯০ শতাংশ ভোট পাব।” এরপর বলেন, ”আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। কেন্দ্রীয় বাহিনীর দোষ দিচ্ছি না। ওরা নির্দেশমতো কাজ করছে। ওদের নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশেই সন্ত্রাস চালাচ্ছে বাহিনী।”
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “কেন নির্বাচনের দিন প্রধানমন্ত্রী প্রচার করবেন? নির্বাচন কমিশন একপেশেভাবে বিজেপিকে মদত দিচ্ছে। আমরা ৬৩ টি অভিযোগ জানিয়েছি, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গণতন্ত্রে নির্বাচন একটি উৎসব। কেন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। আশা করি এরপর অন্য জায়গায় এর পুনরাবৃত্তি হবে না।”
এছাড়াও তিনি বলেন, “বিজেপির বিভিন্ন কর্মসূচিতে যেভাবে মহিলা সাংবাদিকদের নিগ্রহ করা হচ্ছে, আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো, বিজেপির গুন্ডাদের বিরত করতে।”
প্রসঙ্গত, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ ঘিরে সকাল থেকে অশান্তি ছড়াচ্ছিল বয়াল-২ এলাকায়। বেলা বাড়তেই স্পর্শকাতর হয়ে উঠছিল ৭ নং বুথটি। দুপুরে সেখানে মমতা পৌঁছতে তাঁকে কাছে পেয়ে তৃণমূল (Trinamool) কর্মীরা অভিযোগ জানাতে থাকেন যে, বিজেপির কর্মী,সমর্থকরা তাঁদের ভোট দিতে বাধা দিচ্ছে। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মমতার উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে তাঁর নিরাপত্তার স্বার্থে বুথের ভিতর নিয়ে যাওয়া হয়। সেখানে বসেই রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী। জানান, ”ওরা লোকজনকে ভোট দিতে বাধা দিচ্ছে। আমি সকাল থেকে খবর পাচ্ছি। এখন আপনার কাছে আবেদন জানাচ্ছি, বিষয়টা দেখুন।”