মধ্যবিত্তের ওপর কোপ, বাড়ছে একাধিক প্রয়োজনীয় সামগ্রীর দাম

বিমানে যাতায়াতের খরচও বেড়েছে ১ এপ্রিল ২০২১ অর্থাৎ আজ থেকেই ৷ ডিজিসিএর (DGCA)পক্ষ থেকে জানানো হয়েছে যে এয়ারপোর্ট সিকিউরিটি ফিস বা বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নের জন্য টাকা বাড়িনোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্ট অথোরিটি

April 1, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi
 নতুন অর্থবর্ষ ২০২১-২২ (New Financial Year 2021-22) শুরু হয়েছে আজ অর্থাৎ পয়লা এপ্রিল (April 01, 2021) থেকেই বেশ কিছু ক্ষেত্রেই বদল হয়েছে নিয়ম কানুন ৷ প্রতীকী ছবি ৷

নতুন অর্থবর্ষ ২০২১-২২ (New Financial Year 2021-22) শুরু হয়েছে আজ অর্থাৎ পয়লা এপ্রিল (April 01, 2021) থেকেই বেশ কিছু ক্ষেত্রেই বদল হয়েছে নিয়ম কানুন ৷ প্রতীকী ছবি ৷

 নতুন অর্থবর্ষে বেশ কিছু জিনিসপত্রে দাম বেড়েছে যার ফলে সাধারণ মানুষের পকেটে তুমুল চাপ পড়বে এবার ৷ টিভি (TV), এসি (Air Condition), বাইক (Bike), কার (Car) (Television, TV, AC, Bike, Car) সমেত কিছু জিনিসপত্রের দাম বেড়েছে জিনিসপত্রের নতুন দাম পয়লা এপ্রিল থেকেই কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷

নতুন অর্থবর্ষে বেশ কিছু জিনিসপত্রে দাম বেড়েছে যার ফলে সাধারণ মানুষের পকেটে তুমুল চাপ পড়বে এবার ৷ টিভি (TV), এসি (Air Condition), বাইক (Bike), কার (Car) (Television, TV, AC, Bike, Car) সমেত কিছু জিনিসপত্রের দাম বেড়েছে জিনিসপত্রের নতুন দাম পয়লা এপ্রিল থেকেই কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷

 বিমানে যাতায়াতের খরচও বেড়েছে ১ এপ্রিল ২০২১ অর্থাৎ আজ থেকেই ৷ ডিজিসিএর (DGCA)পক্ষ থেকে জানানো হয়েছে যে এয়ারপোর্ট সিকিউরিটি ফিস বা বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নের জন্য টাকা বাড়িনোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্ট অথোরিটি (Airport Authority) ৷ ঘরোয়া যাত্রীদের জন্য ১৬০ টাকার জায়গায় ২০০ টাকা বাড়তি দিতে হবে ৷ আন্তর্জাতিক বিমান যাত্রীদের দিতে হবে ৫.২ এর পরিবর্তে এবার থেকে ১২ ডলার ৷ পয়লা এপ্রিল থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম ৷ প্রতীকী ছবি ৷

বিমানে যাতায়াতের খরচও বেড়েছে ১ এপ্রিল ২০২১ অর্থাৎ আজ থেকেই ৷ ডিজিসিএর (DGCA)পক্ষ থেকে জানানো হয়েছে যে এয়ারপোর্ট সিকিউরিটি ফিস বা বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নের জন্য টাকা বাড়িনোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্ট অথোরিটি (Airport Authority) ৷ ঘরোয়া যাত্রীদের জন্য ১৬০ টাকার জায়গায় ২০০ টাকা বাড়তি দিতে হবে ৷ আন্তর্জাতিক বিমান যাত্রীদের দিতে হবে ৫.২ এর পরিবর্তে এবার থেকে ১২ ডলার ৷ পয়লা এপ্রিল থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম ৷ প্রতীকী ছবি ৷

 এসি ও রেফ্রিজারেটর বা ফ্রিজের (Refrigerator) দাম বেড়েছে ৷ সংস্থার পক্ষ থেকে আগেই দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে ৷ ৫ থেকে ১০ শতাংশ হারে দাম বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷

এসি ও রেফ্রিজারেটর বা ফ্রিজের (Refrigerator) দাম বেড়েছে ৷ সংস্থার পক্ষ থেকে আগেই দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে ৷ ৫ থেকে ১০ শতাংশ হারে দাম বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷

 এখানেই শেষ নয় ১ এপ্রিল (April 01, 2021) থেকে কার ও বাইকের দামও বেড়েছে ৷ মারুতি সুজুকি (Maruti Suzuki)-সহ বেশ কিছু সংস্থা আগেই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে ৷ উৎপাদন মূল্য বৃদ্ধির ফলেই দাম বাড়ানো হয়েছে বলেই জানিয়েছে সংস্থাগুলি ৷ প্রতীকী ছবি ৷

এখানেই শেষ নয় ১ এপ্রিল (April 01, 2021) থেকে কার ও বাইকের দামও বেড়েছে ৷ মারুতি সুজুকি (Maruti Suzuki)-সহ বেশ কিছু সংস্থা আগেই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে ৷ উৎপাদন মূল্য বৃদ্ধির ফলেই দাম বাড়ানো হয়েছে বলেই জানিয়েছে সংস্থাগুলি ৷ প্রতীকী ছবি ৷

 এখানেই শেষ নয় বেড়েছে টেলিভিশন (Television) বা টিভির (TV) দামও ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বেড়েছে টিভির দাম ৷ প্যানাসোনিক (Panasonic), হায়ার (Haier), থমসনের (Thomson) টিভির দাম বেড়েছে ৷ ৩২ ইঞ্চি টিভির দাম ৫,০০০-৬,০০০ (5,000/- to 6,000/- Rupees Five to Six Thousand) পর্যন্ত বাড়বে ৷ প্রতীকী ছবি ৷

এখানেই শেষ নয় বেড়েছে টেলিভিশন (Television) বা টিভির (TV) দামও ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বেড়েছে টিভির দাম ৷ প্যানাসোনিক (Panasonic), হায়ার (Haier), থমসনের (Thomson) টিভির দাম বেড়েছে ৷ ৩২ ইঞ্চি টিভির দাম ৫,০০০-৬,০০০ (5,000/- to 6,000/- Rupees Five to Six Thousand) পর্যন্ত বাড়বে ৷ প্রতীকী ছবি ৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen