জীবনশৈলী বিভাগে ফিরে যান

গরমকালের হেয়ারস্টাইল – সুন্দর ও আরামদায়ক

April 11, 2020 | 2 min read

গরমের সময়ে বেশিরভাগ মহিলার হেয়ারস্টাইল হল আঁটসাঁট করে পনিটেল বাঁধা বা ক্লিপ দিয়ে চুলগুলি টপনট করে রাখা। গরমের সময়ে খোলা চুলের স্টাইলও খুব একটা আরামদায়ক নয়। এমন হেয়ার স্টাইল দরকার, যাতে আরামের সঙ্গে কম্প্রোমাইজ না করে নতুন নতুন হেয়ারস্টাইল করা যায়। 

চুলের স্টাইল

লুপড পনিটেল

গরম কালের জন্য উপযুক্ত নানা ধরনের হেয়ার স্টাইল অবশ্যই রয়েছে। সকালে তাড়াহুড়ো করে কোনও বিস্তারিত হেয়ারস্টাইল করা সম্ভব নয়। তখন কোনও রকমে একটা পনিটেল বেঁধেই কাজ চালিয়ে দেন। পনিটেল বাঁধুন। তবে রোজকার মতো চুল পিছনের দিকে টেনে রাবার ব্যান্ড বা ক্লিপ দিয়ে আটকে না দিয়ে করুন লুপড পনিটেল। 

অর্থাৎ চুল পিছনের দিকে নিয়ে গিয়ে গোড়ার চুলের অংশ দিয়ে ঘাড়ের কাছে একটা লুপ তৈরি করুন। এবার চুলের শেষ অংশটা ওই লুপের মধ্যে ঢুকিয়ে দিন। হেয়ার পিন দিয়ে শক্ত করে চুল আটকে নিন। বড়ো থেকে মাঝারি যে কোনও চুলেই এই স্টাইলটি করা যাবে। আর যে কোনও ধরনের পোশাকের সঙ্গেও এই হেয়ার স্টাইল মানিয়ে যাবে।

গ্ল্যামার কোশেন্ট

আরও একধরনের পনিটেলের স্টাইল করা যায়। এই স্টাইলটি করতে হলে চুলের ভ্যলিউম বাড়াবে এমন কোনও শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। চুল শুকিয়ে গেলে হট রোলার ব্যবহার করুন। এবার মাথার সামনের দিকটা একটু ফুলিয়ে পিছনের দিকে উঁচু করে পনিটেল বেঁধে নিন। দেখুন মুহূর্তেই আপনার লুকে একটা গ্ল্যামার কোশেন্ট যোগ হবে।

বোহেমিয়ান লুক

ছুটির দিনে ফুরফুরে মেজাজে লং ড্রাইভের জন্য তৈরি? চুলের স্টাইলে একটা বোহেমিয়ান লুক আনা যাক তাহলে। মেসি বান এখন হেয়ার স্টাইল হিসেবে ট্রেন্ডি। তাই ক্যাজুয়াল পোশাকের সঙ্গে মেসি বান করে নিন। আর মাথার সামনের দিকে ব্রাইট রঙের কোনও চওড়া হেয়ার ব্যান্ড বা স্কার্ফ আটকে নিন।

টাক অ্যান্ড কভার

এখন অনেক ধরনের হেয়ার অ্যাকসেসরিজ পাওয়া যায়, যা দিয়ে নানা ধরনের বান হেয়ার স্টাইল করা যায়। এই হেয়ারস্টাইলকে টাক অ্যান্ড কভার বলা হয়। এই ধরনের হেয়ার ক্লিপ বা অ্যাকসেসরিজ হাতের কাছে রাখুন। চুলের মধ্যে প্রথমে আটকে নিন। তারপর ক্লিপটি দিয়ে চুল রোল করে নিয়ে হেয়ার পিন দিয়ে আটকে নিন। শক্ত করে হেয়ার পিন আটকে নিন। ড্রেসি কোনও আউটফিটের সঙ্গে এই হেয়ার স্টাইল বেশ মানাবে। এই ক্লিপ দিয়ে টপনটের হেয়ারস্টাইলও করা যাবে।

তাহলে গরম বলে আর চুলকে অবহেলা করবেন না। সাজিয়ে ফেলুন নিত্যনতুন স্টাইলে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#hairstyle, #Summer, #Life Style

আরো দেখুন