দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কালনার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ, পোস্টারে ছয়লাপ

April 2, 2021 | < 1 min read

পরিবারের লোকদের চাকরি দেওয়ার প্রতিবাদে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে পোস্টার পড়ল কালনা (Kalna) শহরজুড়ে। এই পোস্টার ঘিরে শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। যদিও এই পোস্টার কে বা কারা মেরেছে তা জানা যায়নি। এনিয়ে থানায় ও নির্বাচন কমিশনে যাবে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে।

কিছুদিন আগে তৃণমূল (Trinamool) থেকে বিজেপিতে (BJP) যোগ দেওয়া দলবদলু বিদায়ী বিধায়ক নিজে স্বীকার করেন, তৃণমূলে থাকার সময় তিনি নিজের পরিবারের লোক সহ ৬২ জনকে চাকরি দিয়েছেন। এনিয়ে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে কালনা শহরজুড়ে বাজারে, রাস্তার ধারে, পাড়ায় পাড়ায় এই পোস্টার ঘিরে শহরে আলোচনা শুরু হয়। কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে তা অবশ্য তাতে উল্লেখ নেই। কালনা শহর তৃণমূল সভাপতি তথা তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগ বলেন, দুর্নীতির বিরুদ্ধে মানুষের বহিঃপ্রকাশ। বিজেপির আদি কর্মীরাই হয়তো মেরেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।বিজেপির কালনা নগর মণ্ডলের সভাপতি সৌরভ রায় বলেন, পোস্টার কে বা কারা সাঁটিয়েছে তা উল্লেখ নেই। আমরা এনিয়ে পুলিস ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Kalna

আরো দেখুন