কলকাতা বিভাগে ফিরে যান

নন্দীগ্রামে আমরাই জিতছি, আত্মবিশ্বাসী তৃণমূল

April 2, 2021 | < 1 min read

‘আসামের করিমগঞ্জের ঘটনাতেই নির্বাচন কমিশনের অযোগ্যতা প্রমাণ হয়। কি করে বিজেপি প্রার্থীর আত্মীয়ের গাড়িতে ইভিএম নিয়ে গেল কমিশন!’ এভাবেই সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের কড়া ভাষায় সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের(TMC) সাংসদ সৌগত রায়(Saugata Roy)।

সাংসদ বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে। কমিশন কোন ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনের পথে যাব।’

ভোটের দিন ডিএমকে প্রধান স্ট্যালিনের মেয়ের বাড়িতে আয়কর দপ্তরের হানা প্রসঙ্গে সাংসদ বলেন, ‘ভোটের দিন এইসব হচ্ছে আর কমিশন চুপ। বিজেপি স্বার্থ সিদ্ধির জন্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।’

দৃঢ় কণ্ঠে সৌগত বাবু এদিন বলেন, ‘আমাদের কাছে যা খবর আছে তাতে আমরাই জিতছি নন্দীগ্রামে(Nandigram)। প্রধানমন্ত্রী যদিও বলেছেন জিতব না। কিন্তু উনি আর মোটা ভাই অমিত শাহ মিথ্যে কথা বলেন। দিল্লিতেও বলেছিল ওরা জিতব। আসন সংখ্যা দু অংক ছুঁতে পর্যন্ত পারেনি।’

বিজেপির(BJP) ফেক নিউজ প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘ওরা মিথ্যে খবর প্রচার করে। কখনো বলছে আইপ্যাক আমাদের ছেড়ে যাবে, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোথাও দাঁড়াবেন। ওদের কথায় কান দেবেন না’।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Elections 2021, #tmc, #Saugata Roy, #Nandigram

আরো দেখুন