কলকাতা বিভাগে ফিরে যান

‘সুনার বাংলা’ গড়া নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

April 3, 2021 | < 1 min read

‘১৫ লাখ তো জুমলা থা’, হ্যাঁ অমিত শাহের এমন বক্তব্য- র ভিডিও দিয়েই শুরু হয় আজ তৃণমূলের সাংবাদিক বৈঠক। রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ বিজেপি আজ অবধি যত প্রতিশ্রুতি দিয়েছে কোনটাই রাখতে পারেনি, সবই জুমলা।’

এদিন সাংসদ নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী বলে বলেন, ‘প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যে কথা বলেন। উনি বলেছেন মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলেন না। আমরা সবার বাড়িতে বাড়িতে আমাদের সরকারের রিপোর্ট কার্ড পৌঁছে দিয়েছি। আমরা dosh2বছরে কি কি করেছি। এছাড়াও আমাদের নির্বাচনী ইস্তাহার দেশের মধ্যে একমাত্র যেখানে শুধু উন্নয়নের কথা লেখা আছে কোন রাজনৈতিক কথা লেখা নেই।’

সাংসদ সাংবাদিক বৈঠকে মমতা সরকারের দশবছরে করা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে জয়জহর এতদিন বাংলার জন্যে যা যা উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন এই যে ‘সুনার বাংলা সুনার বাংলা’ করছেন, সেই সোনার বাংলা গড়তে ওনারা কি কি পরিকল্পনা নিয়েছেন।

মহিলাদের মাসে হাত খরচ, ছাত্রদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া থেকে কৃষকদের ১০ হাজার টাকা বছরে দেওয়া বা বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া, সাংসদ তৃণমূলের আগামী সমস্ত উন্নয়নের পরিকল্পনা এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সাংবাদিক বৈঠকে এদিন যোগী আদিত্যনাথের একটি জনসভার ভিডিও – ও চালানো হয়। যেখানে শূন্য দর্শকাসন। সে নিয়েও এদিন কটাক্ষ করেন সাংসদ।

শেষে দৃঢ়তার সঙ্গে বলেন তৃতীয়বারের জন্যে তৃণমূলই সরকার গড়বে বাংলায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হবেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Elections 2021, #bjp, #tmc

আরো দেখুন