ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পীরা আয়োজন করছেন ভার্চুয়াল কন্সার্ট “সঙ্গীত সেতু”
ভারতীয় সঙ্গীতের কিছু প্রবাদপ্রতিম নাম – যেমন, আশা ভোঁসলে, এস পি বাল সুব্রহ্মণ্যম, ইয়েসুদাস – একজোট হয়েছেন যারা করোনা মোকাবিলায় লড়ছেন, তাদের জন্য।
ভারতীয় সঙ্গীতশিল্পীদের সংগঠন আইএসআরএ তিনদিনের সঙ্গীত সেতু অনুষ্ঠান করবে ১০ই এপ্রিল থেকে সন্ধ্যা ৮টা থেকে ৯টার মধ্যে। এর উদ্দেশ্য সকল মানুষকে আনন্দ দেওয়া এবং লকডাউনে মানুষকে মনোবল দেওয়া।
এই অনুষ্ঠান দেখার লিঙ্ক মিলবে ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিসন, ডিজিটাল ও সামাজিক মাধ্যমে।
বলিউডের নাইটেঙ্গেল লতা মঙ্গেস্করের আশীর্বাদ ধন্য এই অনুষ্ঠানে আশা ভোঁসলে, এস পি বাল সুব্রহ্মণ্যম, ইয়েসুদাস, উদিত নারায়ণ, অনুপ জালোটা, পঙ্কজ উধাস, কবিতা কৃষ্ণমূর্তি, সুদেশ ভোঁসলে, সুরেশ ওয়াদকর, তালাত আজিজ, অলকা ইয়াগ্নিক, কুমার শানু, হরিহরণ, শঙ্কর মহাদেবন, সোনু নিগম, সেলিম মার্চ্যান্ট, শান, কৈলাস খের থাকবেন।
সকল ওটিটি, টিভি বা ডিজিটাল চ্যানেলকে অনুরোধ করা হয়েছে এই অনুষ্ঠান বিনামূল্যে সম্প্রচার করতে। ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে থাকছে এমএক্স প্লেয়ার, হটস্টার, ভোডাফোন প্লে, ফ্লিপকার্ট, জিও টিভি, সোনি লিভ ইত্যাদি।