বিনোদন বিভাগে ফিরে যান

বড়লোকের বিটি লো-র সুরে পা মেলাল টলিপাড়া

April 12, 2020 | < 1 min read

 র‌্যাপার বাদশার গাওয়া ‘লাল গেন্দা ফুল’ গান নিয়ে কম বিতর্ক হয়নি। বাঙালি সংস্কৃতিকে ভুলভাবে চিত্রায়িত করা থেকে শুরু করে গানের কপিরাইট, ‘বড়লোকের বিটি লো’ এই সমস্ত কিছু নিয়ে শিরোনামে। গানের দুটি লাইন ব্যবহার করলেও মূল স্রষ্টা রতন কাহারের নাম না নিয়েই সিঙ্গলসটি রিলিজ করেছিল বাদশা। তাতেই গোল বেঁধেছিল। তবে এসব কিছু সঙ্গেই চলছে হ্যাশট্যাগ গেন্দাফুল। গানের ছন্দে পা মেলাচ্ছেন সকলে।

টলিউডের সেই ঢেউ পড়েছে। লকডাউনে বাড়িতে বসেই পুরনো এই গানের নতুন ভার্সনে পা মিলিয়েছেন তারকারা। কৌশানী মুখোপাধ্যায়, মনামী ঘোষ কিংবা দেবলীনা কুমার-প্রত্যেকেই নেচেছেন ‘বড়লোকের বিটি লো’-র গানে।

বিগত কয়েক দিন ধরেই বাংলার মানুষ সোশাল মিডিয়ায় প্রতিবাদে মুখর হয়েছিলেন বাদশা-র ‘গেন্দা ফুল’ নিয়ে। ‘বড়লোকের বিটি লো’– র লাইন ব্যবহার করার পর কেন স্রষ্টা রতন কাহারের নাম দেওয়া হয়নি, তাই নিয়ে উত্তাল হয়েছিল নেটিজেনরা। বাদশা দুঃস্থ শিল্পীকে তাঁর প্রাপ্য দেননি, এই অভিযোগও ওঠে। 

বিতর্কের অবসান ঘটিয়ে অবশ্য বাদশা রতন কাহারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#folk dances, #Boroloker bitilo, #Dance, #Tollywood

আরো দেখুন