দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

দাঙ্গাকারী বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না: ভাঙরে মমতা

April 5, 2021 | 3 min read

আগামীকাল তৃতীয় দফার নির্বাচন। কিন্তু প্রচার চলছে পরবর্তী দফার ভোটের জন্য। আজ হুগলী এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রচারের ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া এবং ভাঙড়ে জনসভা তৃণমূলনেত্রীর।

লাইভ আপডেট

৩:৩০: এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়বো না। ওদের বন্ধু কংগ্রেস-সিপিএম আর ওই ফালতু দলটাকে ভোট দেবেন না।

৩:২৯: গুজরাট দিয়ে বাংলা শাসন হবে না। বিজেপি তুমি দুর হঠো। এই বিজেপি চাই না।

৩:২৫: চারিদিকে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। খেলা হবে। জেতা হবে। বিজেপি কে হারাতে হবে।

৩:২০: খেলা তো হবেই। আগামীদিন দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ড যারা পাননি তারা দরখাস্ত করে দেবেন নির্বাচনের পর। দুয়ারের সরকার এখন বছরে ৪ বার হবে। মা-বোনেদের মাসে মাসে ৫০০ থেকে ১০০০ টাকা হাত খরচা দে‌ওয়া হবে। কৃষক বন্ধুদের একর প্রতি ৬ হাজার থেকে বাড়িয়ে ১০হাজার টাকা দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেওয়া হবে। মা-বাবাকেে চিন্তা করতে হবে না।

৩:১৮: প্রচুর টাকার মালিক হয়ে গেছে ছয় মাস রাজনীতি করে। ফুরফুরা শরীফকে আমরা সম্মান করি। কিন্তু কিছু কিছু খারাপ মাল বেরিয়েছে। নীল শিয়াল আর ইঁদুরের গল্প মনে রাখবেন। এদের একটাও ভোট দেবেন না।

৩:১৭: ওরা নাকি বাংলা শাসন করবে গুজরাট থেকে। সে গুড়ে বালি। বিজেপি হবে খালি। যতক্ষণ আছে শ্বাস, রাখবেন বিশ্বাস। বিনা যুদ্ধে বিজেপিকে জমির ছাড়বেন না। সংখ্যালঘুর নেতা হয়ে গেছে একটা নতুন ছেলে। কোন‌ও দিন আগে দেখা যায়নি। বিজেপির টাকায় এখন সাম্প্রদায়িক বক্তব্য রাখছে। কে তুই হরিদাস? জানেন না এদের জন্য দিল্লিতে দাঙ্গা হয়েছে। উত্তরপ্রদেশে হেরেছে অখিলেশ। ভাঙরে এরা যেন একটাও ভোট না পায়। এরা ভোট পাওয়া মানেই বিজেপি ভোট পাওয়া।

৩:১৫: বিজেপি হল ছদ্দবেশী শয়তান, দানব, দুঃশাসন। দেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। সংবাদমাধ্যমেকে ওরা যা শিখিয়ে দেয় তাই বলে। বিজেপি সামনে একরকম, পিছনে আরেকরকম। মিথ্যাবাদীর দল। ওদের ছদ্দবেশী ধর্ম। ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি, শুধু আমরা দাঙ্গা করি, লুঠপাট করি, মেয়েদের উপর অত্যাচার করি, সবার ঘরের সম্মান কাড়ি।

৩:১৪: অনেকে বলে আমি নাকি মুসলমানদের তোষণ করি। আমি তাদের বলি, আমি আছি বলে সব ধর্মের মানুষ ভালো আছে। বুক দিয়ে রক্ষা করি সবাইকে। আমার মা বাবা আমায় শিখিয়েছে সব ধর্মকে ভালবাসতে। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে বিশ্বাস করি। বিজেপি কি স্বামী বিবেকানন্দের থেকেও বড় হয়ে গেছে? বিজেপি হল বকধার্মিক।

৩:১১: তৃণমূল দাঙ্গা করে? দাঙ্গা কে করে? বিজেপি করে। তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া উচিত! উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাটের দাঙ্গা করে কত লোক মেরেছে। অসমে ১৪ লক্ষ বাঙালির নাম দিয়েছে। NRC-NPR করেছে সব রাজ্যে, আমরা করতে দিইনি। বিজেপিকে বিদায় করতে হবে। হিন্দু মুসলমান ভাগাভাগি করা চলবে না।

৩:১০: সংখ্যালঘুদের আমরা ওবিসি রিজার্ভেশন করে দিয়েছিলাম। তারা মানুষ তৈরি হচ্ছে। ২ কোটি ৫৬ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে। ৭০ লক্ষ মেয়ে কন্যাশ্রী পেয়েছে। ৭৬ লক্ষ তপশিলি আদিবাসী স্কলারশিপ পেয়েছে। সবার জন্য কাজ করা হয়েছে। কেউ বাদ যায়নি।

৩:০৯: এখানে সমবায়ের মধ্যে দিয়ে আমরা চাষ করি। ভাঙর বাংলার মডেল। আগামীদিন ১০ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। আমি এক লক্ষ তাঁতিদের তাঁতসাথী প্রকল্পে মেশিন দিয়েছি। ২০২০ থেকে ২০২২ সাল অব্দি সরকারের যত কাপড় লাগবে, সব তাঁতিদের দিয়ে দেওয়া হয়েছে। এতে ওরা কোন‌ওদিন বেকার থাকবে না।

৩:০৮: বানতলাতে ৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে, আরো হবে। তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ থেকে এখানে শিল্প আসছে। আরো অনেক চাকরি হবে। এলাকা সুন্দর রাখতে হবে। যারা কাজ করছে, সাথে নিয়ে বন্ধু ভেবে চলতে হবে।

৩:০৭: আমরা আগামীদিনে ভাঙড়ের বাড়িতে বাড়িতে আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেব। আগামীদিনে ইংলিশ মিডিয়াম স্কুল করে দেব।

৩:০৬: ভাঙ্গরে একসময় চাষী আন্দোলন হয়েছে। আমি এসেছিলাম, জমিতে বীজ পুঁততে। বিদ্যুতের খুঁটি পোঁতা নিয়ে একটা ভুল-বোঝাবুঝি হয়েছিল, এখন মিটে গেছে।

৩:০৫: আমি দীর্ঘদিন ধরে ভাঙ্গরে একটা হসপিটাল করার চেষ্টা করছি। দুবার টেন্ডার হল, কিন্তু যিনি টেন্ডার পেয়েছিলেন, তিনি করেননি। আমরা জায়গা রেখে দিয়েছি। কিন্তু যদি প্রাইভেট হসপিটাল করতে চান আমাদের সাথে, করতে পারেন।

৩:০৩: ভাঙড়ের মাটি আমি দীর্ঘদিন ধরে চিনি। আমরা ডঃ রেজাউল করিমকে এখানে প্রার্থী করেছি। তিনি দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। রেজ্জাক সাহেব এখানে বিধায়ক ছিলেন। কিন্তু বয়সের কারণে তিনি আর দাঁড়াতে চান না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Assembly Election 2021

আরো দেখুন