ভোট-উৎসবের তৃতীয়া ম্লান অশান্তিতে
সাঙ্গ হল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ আসনে নির্বাচন সম্পন্ন হল আজ। যদিও আজ সকাল থেকেই অশান্ত ছিল ভোটগ্রহণের এই উৎসব। আরামবাগে আক্রান্ত হল তৃণমূল প্রার্থী। বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়ে সন্ত্রস্ত করে ভোটারদের। এমনকি তারকেশ্বরে এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধেও।
আজকের ভোটগ্রহণে অশান্তির জেরে টুইট করে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একরাশ পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয় উত্তরবঙ্গের সভামঞ্চ থেকেও। বিজেপির তরফেও অবশ্য এদিন রিগিং এর অভিযোগ করা হয়েছে।
শেষ প্রাপ্ত আপডেট অনুযায়ী, আজকের দফায় ভোটদানের মোট হার ছিল ৭৭.৬৮% শতাংশ। হুগলিতে ৭৯.২৯ %, হাওড়ায় ৭৭.৯২ % এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৪ শতাংশ ভোট পড়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে তৃণমূল এই ৩১ আসনের মধ্যে ২৯টিতে জিতেছিল। ২টি আসনের ১টি পেয়েছিল সিপিএম এবং ১ কংগ্রেস। অন্য দিকে, ২০১৯ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল বলছে, এই দুই কেন্দ্রে তৃণমূল এগিয়ে। কিন্তু, হুগলির দু’টি কেন্দ্রে গেরুয়া শিবির এগিয়ে। যদিও লোকসভা নির্বাচনে এই ৩১ কেন্দ্রে ভোট শতাংশ বেড়েছে তৃণমূলের।
লাইভ আপডেট
৫:৩৮: সুজাতা মণ্ডলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ ব্যক্তি
৫:৩৫: শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রীর বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগ। বিক্ষোভ দেখায় ভোটাররা
৩:৫৭: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূলের। হুগলীতে সিআরপিএফের বিরুদ্ধে ১২ টি অভিযোগ জমা দিয়েছে তৃণমূল। হাওড়া থেকে ১৪ টি অভিযোগ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩৯টি অভিযোগ কমিশনে জমা দিল তৃণমূল
৩:৩০: আরামবাগ বিধানসভা কেন্দ্রের ডিহি বাগনানে ২২৫ নম্বর বুথে ফের আক্রান্ত সুজাতা মণ্ডল। প্রার্থীর গাড়ি ঘিরে অভব্যতা বিজেপি সমর্থকদের
৩:১২: গোঘাটে তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু। ভোট দিয়ে ফেরার পথে বিজেপির দুষ্কৃতীরা ধাক্কা দেয় তাকে। পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর, অভিযোগ শাসক দলের
২:৪৭: মগরাহাটে তৃণমূল কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দিল বিজেপির দুষ্কৃতী বাহিনী, ক্যাম্প অফিসও ভাঙচুর করেছে গেরুয়া শিবির, অভিযোগ শাসক দলের
২:৪৫: রায়দিঘির নন্দকুমার ১৮২ নম্বর বুথে এক মহিলাকে কটূক্তি করে বিতর্কে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এলাকায় উত্তেজনা
২:২০: আজ তৃতীয় দফার ভোট চলাকালীন আক্রান্ত হন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপির দুষ্কৃতীরা তাঁকে বাঁশ হাতে তাড়া করছে এমন ভিডিওও সামনে আসে। সুজাতা মন্ডল আক্রান্ত হওয়ার পরই এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল।
১:৩৭: বীরভূমের দুবরাজপুর পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি কর্মীদের, জখম ওসি
১২:২৫: সুজাতা মণ্ডলকে হামলার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
১২:১৫: উলুবেড়িয়ায় আক্রান্ত নির্মল মাজি, ইট ছোড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত হয়েছেন ওনার নিরাপত্তারক্ষী
১২.১০: গোঘাটে মানুষকে পদ্মফুলে ভোট দিতে বলল কেন্দ্রীয় বাহিনী, মারধর স্থানীয় মানুষকে। এলাকায় ক্ষোভ, তীব্র উত্তেজনা
১১:৪৪: আরামবাগের আরান্ডিতে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে বাঁশ দিয়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন তিনি।
১১:৩৬: রায়দিঘিতে হাজার টাকার কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
১১:৩১: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৪৭ নম্বর বুথে যে কোনও দলকে ভোট দিলেও পড়ছে বিজেপির পক্ষে। ইভিএম বদল করার জন্য ভোটগ্রহণ বন্ধ
১১:৩০: খানাকুলের তৃণমূল প্রার্থীকে মারধর। চ্যালাকাঠ দিয়ে প্রার্থীর এজেন্টকে মারা হয়। অভিযুক্ত বিজেপি
১১:২৮: ফলতায় বুথের লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শক। মানুষের বিক্ষোভে এলাকা ছাড়লেন তিনি
১১:২৬: আরামবাগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। বাহিনীর সাথে বচসা প্রার্থীর
১১:২৪: ধনেখালিতে তৃণমূল মহিলা কর্মীদের উপর আক্রমণ কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি মহিলা মোর্চার
১১:০৮: আরামবাগের সুভয়পুরে তৃণমূলের এজেন্টকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, উত্তপ্ত এলাকা
১১:০৭: ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বিজেপির পক্ষে ভোট দিতে প্রভাবিত করছে তারা, টুইট করে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
১১.০৩:
১০:৫৩: আরামবাগের গৌড়হাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ব্লক সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
১০:৫০: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে প্রায় ৫০টি বুথে ইভিএম খারাপ বলে অভিযোগ তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাসের
১০:৪১: কেন্দ্রীয় বাহিনী এবং আইএসএফের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল প্রার্থীর, রাস্তায় বসে বিক্ষোভ শওকত মোল্লার
১০:৩৯: ফলতায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। বেলসিনহা গার্লস স্কুলে ভাঙচুরের অভিযোগ করল শাসক দল
১০:৩২: আরামবাগের ৪৫ নম্বর বুথে তৃণমূলে ভোট দিলেও বিজেপিতে যাচ্ছে, অভিযোগ তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ
১০:৩০: ক্যানিং পূর্বে আইএসফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ, রাস্তায় তাজা বোমা উদ্ধার
১০:০৯: দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ১৮৯ নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জোর করে বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী, ক্ষুব্ধ স্থানীয় মানুষ
১০:০৭: উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের ৭৭ এবং ৭৮ নম্বর বুথে ভোটারদের স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৯:৫২: আরামবাগে শুভয়পুর হরিজন প্রাইমারি স্কুলের বুথ থেকে তৃণমূল এজেন্টকে মেরে বাইরে বার করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৯:৪৮: হাওড়ার শ্যামপুরে ৯৮ নং বুথের গেটে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীকে অভিযোগ জানালেও তারা ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে
৯:৪৭: ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। রাতভর বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের
৯:৩৮: গোঘাটে মানুষকে পদ্মফুলে ভোট দিতে বলল কেন্দ্রীয় বাহিনী, মারধর স্থানীয় মানুষকে। এলাকায় ক্ষোভ, তীব্র উত্তেজনা
৯:৩৬: বসিরহাটের মিনাখাঁয় তৃণমূলকর্মী বারিক মোল্লার পায়ে গুলি, অভিযুক্ত আইএসএফ
৯:৩৪: মগরাহাটে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সংযুক্ত মোর্চা প্রার্থীর বিরুদ্ধে, বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থীর সঙ্গেও
৯:১৪: রাতভর গ্রামবাসীদের ভয় দেখিয়েছে বিজেপি, পরিবেশ অশান্ত করার চেষ্টা গেরুয়া দলের, অভিযোগ ধনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্রর।
৯:০৯: দক্ষিণ ২৪ পরগনা জেলার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে ২০৬ নম্বর বুথের কাছে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর, অভিযুক্ত বিজেপি
৮:৫৭: হাওড়ার জগৎবল্লভপুর ও হুগলীর আরামবাগে তৃণমূলের এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ শাসক দলের
৮:৫২: কুলতুলি বিধানসভা এলাকার দেবীপুর করুণাময়ী বালিকা বিদ্যালয়ে ২৩৮, ২৩৮ ও ২৩৯ নম্বর বুথে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় বেশ কিছুক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি।
৮:৫১: বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণরামপুর বিদ্যালয় ১৩৫ নম্বর বুথে সকাল থেকেই মেশিন খারাপ, কেউ ভোট দিতে পারছে না। বাড়ছে সাধারণ মানুষের ভিড়।
৮:৫০: তারকেশ্বরের ১১৯ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের ঘটনা। প্রায় আধ ঘন্টা ভোট বন্ধ থাকার পর সাড়ে সাতটা নাগাদ শুরু হয়েছে।
৮:৪৮: বাংলার মা-মাটি-মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
৮:৪১: তারকেশ্বরের গোপীনাথপুরে স্বপন দাশগুপ্তকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান সাধারণ মানুষের। কিছুদিন আগে, প্রচারে বেরিয়ে এক মহিলার প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন এই প্রার্থী।
৮:৩৮: আরামবাগে তৃণমূল ব্লক সভাপতির গাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি
৮:২৯:
৮:২৮:
৮:২৬:
৮:২৩: হুগলীর আরামবাগে ১২৯ নম্বর বুথে বিকল ইভিএম, ভোট প্রক্রিয়ায় বিলম্ব। ক্ষুব্ধ মানুষ
৮:০৮: উলুবেড়িয়ার মহামায়া স্কুলে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী
৭:৫৫: উত্তপ্ত নানুর, রাতভর বোমাবাজি দুষ্কৃতীদের। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত এক তৃণমূল সমর্থক।
৭:৪৯: উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে ৪৪ নম্বর বুথ দখলের চেষ্টা আইএসএফের, এলাকায় বোমাবাজির অভিযোগ
৭:৪৮: ডায়মন্ড হারবারের ৫৪ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
৭:২১: জগৎবল্লভপুরে তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা, অভিযোগের তির বিজেপির দিকে
৭:০৩: বাগনান ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করল বিজেপির দুষ্কৃতীরা
৬:৫৭: উলুবেড়িয়ায় ভোট কেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত গ্রামবাসীদের। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
৬:৫৫: বাগনানে তৃণমূল বুথ সভাপতির ওপর হামলা, ধারালো অস্ত্র দিয়ে কোপ।অভিযোগ বিজেপির বিরুদ্ধে