জীবনকৃতি সম্মান বাদ গেল সম্প্রচারে, অসম্মানিত নচিকেতার ক্ষোভ

সম্প্রতি এক বেসরকারি চ্যানেলে দেখানো হল Mirchi Bangla Music Awards।

April 6, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

সম্প্রতি এক বেসরকারি চ্যানেলে দেখানো হল Mirchi Bangla Music Awards। কিছুদিন আগে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয় এবং সম্প্রচারিত হয় রবিবার। এই শোয়ে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয় নচিকেতা চক্রবর্তীকে। কিন্তু অজানা কারণেই নচিকেতার  “Life Time Achievement” Award দেওয়ার কোনো অংশই দেখানো হয় না।

নচিকেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন – আমাকে পুরস্কার দেবে বলে নিয়ে গিয়েছিলেন ওনারা। আমি অ্যাওয়ার্ড নেওয়ার সময় জানতে পারি আমায় জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হচ্ছে। আমি মঞ্চে উঠে বলি-আমার খুব ভালো লাগছে আমাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মধ্য়ে তো একটা অবসরের গন্ধ আছে। আমি তো এখনও অবসর নিই নি, আমি দিব্যি কাজ করে যাচ্ছি, আমায় রিটার করিয়ে কার লাভ সেটাই বুঝিনি আমি। পুরস্কারটা আমার খুব পছন্দের, আমি এই পুরস্কার গচ্ছিত রেখে যাচ্ছি, যেদিন আমি অবসর নেব সেদিন এই পুরস্কার নিয়ে যাব। এই বলে আমি মঞ্চ থেকে নেমে যাই। কেউ আমার এই বক্তব্যকে সম্মান টুকুও জানান নি তখন। স্তম্ভিত হয়েছিলেন দর্শকরাও। তবে তারপর যে জায়গায় সবচেয়ে TRP তুলতে পারত সেই অংশই বাদ দিয়ে দিল, আমায় ডিলিট করে দিল পুরো অনুষ্ঠান থেকে। আমি অপমানিত।’ 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন নচিকেতার ভক্তরা। নিন্দার ঝড় দর্শক মহলেও। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় কতৃপক্ষের কাছ থেকে উত্তর চান। তাঁরা সেই মুহুর্তের ভিডিও পোস্ট করে লেখেন- ‘ নচিকেতাকে এই ভাবে দমিয়ে রাখা যায় না। সত্য সামনে আসবেই। মানুষটার নাম “নচিকেতা চক্রবর্তী”। আপনারা না দেখালেও কোনো কিছু যায় আসে না। সবার জন্য তাই দেওয়া হল ছবি ও ভিডিও।  সেই দিন নচিকেতা কি বলেছে সবাই শুনুন। ছড়িয়ে দিন সবাই। জয় নচিদা।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen