দুর্গাপুর পশ্চিমে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন মহিলা মোর্চার নেত্রীর
চন্দ্রমল্লিকা দীর্ঘদিন লক্ষ্মণের ছায়াসঙ্গী ছিলেন।
April 7, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। ওই কেন্দ্রে বিজেপি(BJP) প্রার্থী করেছে লক্ষ্মণ ঘড়ুইকে(Laxman Ghorui)। তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপির মহিলা মোর্চার(BJP Mahila Morcha) রাজ্য কমিটির সদস্য চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়(Chandra Mallika Banerjee)।
চন্দ্রমল্লিকা দীর্ঘদিন লক্ষ্মণের ছায়াসঙ্গী ছিলেন। চন্দ্রমল্লিকার অভিযোগ, বিজেপি যাঁকে প্রার্থী করেছে, তাঁর অনেক দুর্নাম রয়েছে। এ প্রসঙ্গে লক্ষ্মণের দাবি, কোনও সমস্যা থাকলে উনি দলের ভিতরে বলতে পারতেন। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।