ভোট কিনতে ক্যাশ কুপন বিলোচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

সাংসদের বিশ্বাস এ বিষয়ে অনেক কিছুই জানেন রবি শঙ্কর প্রসাদ।

April 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটের বিনিময়ে ভেট!ভোট দিলেই মিলবে হাজার টাকা!বিজেপির বিরুদ্ধে কুপন বিলির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

আজ সাংবাদিক বৈঠকে সেই ইস্যু নিয়েই সরব হলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray)। তিনি বলেন, ‘ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ক্যাশ কুপন বিলি করছে বিজেপি (BJP)। সেখানে মোদির সভায় গেলে ১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভোট দিলেও তার বিনিময়ে টাকা পাওয়ার প্রতিশ্রুতি পাচ্ছে ভোটাররা।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সাংসদ আইনানুগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

প্রসঙ্গত, গতকালই ভোটচলাকালীন সময়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির বিরুদ্ধে কুপন বিলির অভিযোগ ওঠে। তৃণমূল দাবি করে, ভোটারদের প্রভাবিত করতে হাজার টাকার কুপন বিলি করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen