← রাজ্য বিভাগে ফিরে যান
দীঘার সমুদ্রের পাড় ঘেঁষে উদয়পুর পর্যন্ত চালু হল টয় ট্রেন
দীঘার সৈকতে বসে এখন আর শুধু সমুদ্রের শোভা উপভোগ নয়। এবার টয় ট্রেনে(Toy Train) চড়েও তা মিলবে। দীঘা মোহনা থেকে উদয়পুর-তালসারি পর্যন্ত চালু হল টয় ট্রেন। এককথায় দার্জিলিংয়ের আকর্ষণ এবার দীঘাতেও।
মঙ্গলবার ওই টয় ট্রেন সার্ভিস চালু করল দীঘা(Digha) উন্নয়ন পর্ষদ। সমুদ্রের পাড় বরাবর ছুটবে ট্রেন। ফলে পর্যটকের সঙ্গে টানা ৩ কিলোমিটার পথ ছুটে সমুদ্রের সৌন্দর্যও।
দীঘা থেকে অনেকেই বেড়তে যান উদয়পুর-তালসারিতে। পর্যটকদের ওই পথ এতদিন যেতে হতো ভাড়া গাড়ি কিংবা মোটর ভ্যানে। এবার সেই পথ যাওয়া যাবে ট্রেনে চড়েই। এতে বিশেষ করে উপকৃত হবেন বয়স্ক পর্যটকরা।