রাজ্য বিভাগে ফিরে যান

দীঘার সমুদ্রের পাড় ঘেঁষে উদয়পুর পর্যন্ত চালু হল টয় ট্রেন

April 7, 2021 | < 1 min read

দীঘার সৈকতে বসে এখন আর শুধু সমুদ্রের শোভা উপভোগ নয়। এবার টয় ট্রেনে(Toy Train) চড়েও তা মিলবে। দীঘা মোহনা থেকে উদয়পুর-তালসারি পর্যন্ত চালু হল টয় ট্রেন। এককথায় দার্জিলিংয়ের আকর্ষণ এবার দীঘাতেও।

মঙ্গলবার ওই টয় ট্রেন সার্ভিস চালু করল দীঘা(Digha) উন্নয়ন পর্ষদ। সমুদ্রের পাড় বরাবর ছুটবে ট্রেন। ফলে পর্যটকের সঙ্গে টানা ৩ কিলোমিটার পথ ছুটে সমুদ্রের সৌন্দর্যও।

দীঘা থেকে অনেকেই বেড়তে যান উদয়পুর-তালসারিতে। পর্যটকদের ওই পথ এতদিন যেতে হতো ভাড়া গাড়ি কিংবা মোটর ভ্যানে। এবার সেই পথ যাওয়া যাবে ট্রেনে চড়েই। এতে বিশেষ করে উপকৃত হবেন বয়স্ক পর্যটকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Digha, #Toy Train

আরো দেখুন