সাংবাদিকদের হুমকি, দাঙ্গার ছবি প্রচার, বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল
‘স্বরাষ্ট্র মন্ত্রী এবং তাঁর দল বিজেপি প্রচ্ছন্ন ভাবে নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলিকে হুমকি দিয়ে তাদের অনুগত করার চেষ্টা চালাচ্ছেন।’ সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়। সাংসদ দাবি করেন, অমিত শাহের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অমিত শাহ একটি সংবাদ মাধ্যমকে বলছেন, ‘শুধু তোমরাই আমাদের বিরোধী। ভোটের পরে তোমরাও আমাদের পক্ষে চলে আসবে।’
এবিষয়ে সাংসদ বলেন, ‘এটি গণতন্ত্র বিরোধী। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এতদিন অভিযোগ ছিল যে বিজেপি একদলকে গদি মিডিয়ায় পরিণত করেছে। অমিত শাহের এই বক্তব্যে তা প্রমাণিত হল।’ বিষয়েটিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন সাংসদ।
সুখেন্দু বাবু আরো অভিযোগ করেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিজেপির টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয় এবং ভবানিপুরের প্রার্থী রুদ্রনীল ঘোষ রয়েছেন। সেখানে বাংলাদেশের মুক্তি যুদ্ধের পটভূমি এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক দৃশ্য রয়েছে। সাংসদের দাবি, এই ভিডিও বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে পারে। তৃণমূল এ বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে বলে এদিন জানান সাংসদ। তিনি বলেন, বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।
সাংবাদিক বৈঠকে এদিন নির্বাচন কমিশনের কার্যকারীতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, আমরা বহু অভিযোগ করেও কোন উত্তর আসেনি।
বিজেপির ক্যাশ কুপনের নমুনাও এদিন সাংবাদিক বৈঠকে দেখান সাংসদ। তিনি আশা করেন নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।