মদে ৩০% বিক্রয় কর বসাল রাজ্য

হোমডেলিভারির ভিত্তিতে মদের দোকান খোলা হতে পারে এই খবর নিয়ে গত সপ্তাহে চূড়ান্ত বিভ্রান্তির মাঝে দেশি-বিলিতি সব ধরনের মদ ও বিয়ারের দামের উপর ৩০ শতাংশ হারে সেলস ট্যাক্স বা বিক্রয় কর বসাল রাজ্য সরকার। গত ৭ এপ্রিল অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ এপ্রিল থেকেই এই নতুন কর কার্যকর হয়েছে।

April 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

হোমডেলিভারির ভিত্তিতে মদের দোকান খোলা হতে পারে এই খবর নিয়ে গত সপ্তাহে চূড়ান্ত বিভ্রান্তির মাঝে দেশি-বিলিতি সব ধরনের মদ ও বিয়ারের দামের উপর ৩০ শতাংশ হারে সেলস ট্যাক্স বা বিক্রয় কর বসাল রাজ্য সরকার। গত ৭ এপ্রিল অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ এপ্রিল থেকেই এই নতুন কর কার্যকর হয়েছে। 

এর অর্থ, লকডাউনের আগে বিবিধ ব্র্যান্ডের দেশি-বিলিতি মদ এবং বিয়ারের যা দাম ছিল, মদের দোকান খোলার পর সেগুলির দাম একলাফে ৩০ শতাংশ বাড়বে।

দেশে করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে রাজ্যগুলির জিএসটি, আবগারি, জমি-বাড়ি বিক্রির রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি এবং পেট্রল-ডিজেল বিক্রির উপর সেলস ট্যাক্স প্রভৃতি খাতে রাজস্ব আদায় তলানিতে ঠেকেছে। এই ক্ষেত্রগুলি থেকেই রাজ্যের মোট আয়ের ৮০-৯০ শতাংশ আসে।

রাজস্ব আদায় বাড়াতেই সরকারের এই পদক্ষেপ। মদ-বিয়ারের উপর এই অতিরিক্ত করের জন্য চলতি অর্থ বছরে (২০২০-২১) সরকারের প্রায় ৪,১০০ কোটি টাকা বাড়তি আয় হবে বলে আধিকারিকদের প্রাথমিক হিসাব।

গত অর্থ বছরের বাজেটে সরকারের লক্ষ্য ছিল আবগারি শুল্ক খাতে ১১,৮৭৪ কোটি টাকা আয় করা। কিন্তু, আর্থিক মন্দাভাব ও লকডাউনের কারণে রাজ্য সরকারের আবগারি শুল্ক আদায় হয়েছে ১১,২০০ কোটি টাকার মতো। মদের দোকান মালিকদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থ বছরে রাজ্যে প্রায় ১৩,৬৫০ কোটি টাকা মূল্যের মদ ও বিয়ার বিক্রি হয়েছে।

চলতি অর্থ বছরে সরকারের লক্ষ্য, আবগারি খাতে ১২,৭৩১ কোটি ৫৬ লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ করা। বিক্রয় কর বসানোর ফলে যা আরও ৪,১০০ কোটি টাকা বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen