দেশ বিভাগে ফিরে যান

বিশ্বব্যাঙ্কও কমিয়ে দিল দেশে বৃদ্ধির পূর্বাভাস

April 13, 2020 | < 1 min read

মুডিজ, গোল্ডম্যান স্যাক্স, ফিচ, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ইকরার পর এ বার বিশ্বব্যাঙ্কও ২০২০-২১ অর্থবছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির অনুমান তিন শতাংশের নীচে নামিয়ে ১.৫-২.৮ শতাংশ করল। গত তিন দশকে অর্থনীতির বৃদ্ধির হার আগে কখনও এতটা কমেনি। আশির দশকে দেশে চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে ১৯৯১ সালে ভারত সরকার অর্থনীতির উদারিকরণ এবং বিশ্বায়নের সিদ্ধান্ত নেয়। এই সঙ্কটে মোদী সরকার সংস্কারের পথে হাঁটতে কতটা সাহসী হয় সেটাই দেখার।

তবে, বিশ্ব ব্যাঙ্কের মতে, ২০২০-২১ অর্থবছরে অর্থনীতি বৃদ্ধি ধাক্কা খেলেও ২০২১-২২ অর্থবছরে তা আবার ৪-৫ শতাংশে ফিরে আসবে যদি ভারত সরকার দ্রুত করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারে।

বিশ্বব্যাঙ্ক

করোনা সংক্রমণে শুধু ভারতই নয়, বিশ্বের সব দেশের বৃদ্ধিই কমবে। গত সপ্তাহেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিওরজিভা মন্তব্য করেন, ১৯২৯ সালের গ্রেট ডিপ্রেশনের পর গোটা বিশ্ব আর একবার ওই ধরণের চরম মন্দার সম্মুখীন। পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার উন্নয়নশীল দেশগুলিতে। ইতিমধ্যেই মন্দার কবলে পড়তে শুরু করেছে বিশ্বের উন্নত দেশগুলি। সেই বিচারে, বিশ্ব অর্থনীতির বৃদ্ধির যতটুকু আলো টিমটিম করে জ্বলছে তা ভারত ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিতে।

বিশ্বব্যাঙ্কের মতে, ২০১৯-২০ অর্থবছরে ভারতের বৃদ্ধির হার ৪.৮ শতাংশ থেকে ৫ শতাংশের মধ্যে থাকবে। কিন্তু, এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরে ওই হার গত তিন দশকের তলানিতে নেমে ১.৫-২.৮ শতাংশের মধ্যে থাকবে। পরের বছর, অর্থাৎ ২০২১-২২ সালে ওই বৃদ্ধির হার ফের ঊর্ধ্বমুখী হয়ে ৪-৫ শতাংশ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Economy, #world bank, #growth forecast

আরো দেখুন