এই নির্বাচনটা বাংলার ইজ্জত বাঁচানোর নির্বাচন, মেমরিতে হুঙ্কার মমতার
আজ শুক্রবার পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তিনটি সভা থেকে জেলার পাঁচ কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান করবেন তৃণমূল সুপ্রিমো। ১৭ এপ্রিল পঞ্চম দফায় পূর্ব বর্ধমানের আটটি আসনে নির্বাচন রয়েছে। তাই এদিন থেকেই জেলায় হাইভোল্টেজ প্রচার শুরু হয়ে যাচ্ছে। এদিন জামালপুরে তৃণমূল প্রার্থী অলোককুমার মাজির সমর্থনে মুখ্যমন্ত্রী প্রথম জনসভাটি করবেন। তারপর মেমারিতে জনসভা থেকে প্রার্থী মধুসূদন ভট্টাচার্য ও পাশের কেন্দ্র মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর হয়ে ভোটের আবেদন। শেষে জোতরাম হাইস্কুল মাঠে বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ মালিক ও বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাসের সমর্থনে সভা করবেন।
লাইভ আপডেট
মেমারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা – দেখুন লাইভমেমারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা – দেখুন লাইভ
Posted by Drishtibhongi দৃষ্টিভঙ্গি on Friday, 9 April 2021
১:৩৪: গ্রামে গ্রামে গিয়ে পুলিশ ভয় দেখাচ্ছে। মারছে। নির্বাচন কমিশন কি করছে? ওরা নির্বাচনের পর চলে যাবে, আমি কিন্তু সেদিন থাকবো।
১:৩২: মা বোনেরা বিজেপিকে পরাস্ত করতে হবে। একটা করে ভোট দেবেন আর একটা করে গোল দেবেন।
১:৩২: আপনি ভোট না দিলে নামটা আধার কার্ড থেকে বাদ দিয়ে দেবে, নাগরিকত্ব নিয়ে নেবে। অসমের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ৩ টে কালো কৃষি আইন এনেছে, দিল্লির কাছে অনেকদিন হলো আন্দোলন চলছে। এরা সব কিছু বন্ধ করে দিয়েছে, ব্যাংক বন্ধ করে দেবে।
১:৩০: আমর লজ্জা হয় নিজের পদবী বলতে। ওরা উত্তরপ্রদেশ থেকে রেলে করে গুন্ডা নিয়ে এসেছে। এসব কথা বলার পর আপনারা আমাকে খুন করার প্ল্যান করছেন, কিন্তু আমি বাঘের বাচ্চার মতো লড়বো।
১:২৮: উঁচুতলাতে বলবো, টাকা আসলে টাকা চলে যায়। বসন্ত কিন্তু রয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ না করে বাংলায় বসে চক্রান্ত করছে, পুলিশদের ভুল পথে নিয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদীকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন।
১:২৬: কিছু অপর মহিলা পুলিশ অফিসার বিজেপির সঙ্গে আছে, নন্দীগ্রামের রবি মান্না বিজেপির হাতে আক্রান্ত হয়েছে আজকে মারা গেছে। আমার মাথাভাঙায় প্রার্থীকে মেরে এসেছে, এগুলো অমিত শাহ প্ল্যান করে করছে, হেরে যাচ্ছে তাই করছে। খানাকুলে আমার কর্মীকে খুন করেছে। আমার প্রার্থী সুজাতা মন্ডলকে মেরেছে।
১:২৪: কোভিডের সময় আমি বলেছিলাম, আমরা টাকা দিচ্ছি, আমাদের ভ্যাকসিন দাও, আমরা সবাইকে দিয়ে দিচ্ছি, অনুমতি দিল না। পিএম কেয়ারের তহবিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমে আছে।
১:২২: আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, এসো ভালো কাজ করি, আর বিজেপি হচ্ছে ছদ্মবেশী তপস্বী, ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি, নোটবন্দীর ডাকাতি করি।
১:২০: আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু অমিত শাহ পুলিশদের বাজে কাজ করতে শেখাচ্ছে। এতো দাঙ্গাবাজ, গুন্ডা স্বরাষ্ট্রমন্ত্রী দেখিনি, এরা সামনে ধরলাম আর পিছনে করলাম, অধর্ম করে।
১:১৪: বিজেপি কেন ভোট চাইবে? ওরা কি করবে? ওরা ৬ বছর দিল্লি দখল করে আছে। নোটবন্দী করে দিলো, লকডাউন করে দিল, MTNL, BSNL, Air India, SAIL বিক্রি করে দিচ্ছে। গ্যাসের দাম ৯০০ টাকা। আরও বাড়তে পারে, নির্বাচনের সময় ক্র্যাশ দিচ্ছে।
১:১৬: আমরা এবার বাড়িতে বাড়িতে বিনামূল্যে খাদ্য পৌঁছে দেব। মা বোনেদের ৫০০- ১০০০ টাকা মাসে মাসে হাতখরচা দেব। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব। তারা দেশে বিদেশে পড়তে পারবে।
১:১৪: এই বর্ধমান জেলায় আমরা মাটির সৃষ্টি, মাটির কথা তৈরি করেছে মাটি গাঁথা আছে। কৃষকদের কাছ থেকে কোনও খাজনা নিই না। কৃষকরা এখন ৫ হাজার টাকা একর প্রতি পান, প্রান্তিক চাষীরা পান ২৫০০ টাকা। আমাদের সরকার এলে কৃষকরা ১০ হাজার টাকা পাবেন, প্রান্তিক চাষীরা ৫ হাজার টাকা পাবেন।
১:১২: আমরা বিজেপির মতো ভন্ড তপস্বী নই। আমরা উন্নয়ন করে তারপর বলি ভোট দিতে। এখন ৭০ লক্ষ মেয়েরা কন্যাশ্রী পায়, আমরা সাড়ে ৩ লক্ষ পুকুর কেটেছি। ৭০ লক্ষ শিক্ষাশ্রী, ২ কোটি ৩২ লক্ষ ঐক্যশ্রী স্কলারশীপ দিয়েছি।
১:১০: আমার পায়ে চোট। কিন্তু আমি আমার মা বোনেদের পায়ে ভর দিয়ে এসেছি। এই নির্বাচনটা বাংলার ইজ্জত বাঁচানোর নির্বাচন। বাংলার মা বোনেদের আত্মসম্মান বাঁচানোর নির্বাচন।