দেশ বিভাগে ফিরে যান

যোগী রাজ্যে তিন মহিলাকে কোভিড টিকার পরিবর্তে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন

April 10, 2021 | < 1 min read

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন কোভিড টিকা নিতে। পরিবর্তে তিন বৃদ্ধাকে দেওয়া হল কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের শামলি জেলায়। প্রাথমিক তদন্তের পর ভুল স্বীকারও করে নিল যোগী আদিত্যনাথের সরকার।


বৃহস্পতিবার একটি কমিউনিটি হেল্থ সেন্টারে কোভিডের টিকা নিতে যান সরোজ (৭০), আনারকলি (৭২) ও সরস্বতী (৬০) নামে তিন বৃদ্ধা। ফেরার পর অল্পবিস্তর অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরে জানা যায়, কোভিড টিকার পরিবর্তে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাঁদের। ফলে শোরগোল পড়ে যায়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে জেলাশাসক যশজিৎ কাউর বলেন, দ্বিতীয় তলায় কোভিড টিকাকরণ কেন্দ্রে না গিয়ে ভুলবশত তাঁরা ওপিডিতে চলে যান। সেই সময় ফার্মাসিস্ট অন্য কোনও কাজে যাচ্ছিলেন। তার আগে তিনি ‘জন ঔষধি কেন্দ্রে’র বেসরকারি কর্মীকে ওই তিন বৃদ্ধাকে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন দিতে বলে যান। কোনও কিছু জানতে না চেয়েই সেই ব্যক্তি তিন বৃদ্ধাকে অ্যান্টি- র‌্যাবিস ইঞ্জেকশন দিয়ে দেন। ওই ফার্মাসিস্টকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#vaccine

আরো দেখুন