ব্লাইন্ড স্কুলের পড়ুয়াদের খাবার দিলেন মুখ্যমন্ত্রী
লকডাউনের মধ্যেই খাদ্যসঙ্কট দেখা দিয়েছিল হরিদেবপুরের একটি বেসরকারি ব্লাইন্ড স্কুলে। বিষয়টি চিঠিতে মুখ্যমন্ত্রীকে জানায় স্কুল কর্তৃপক্ষ। আবেদন পাওয়ার পরই সাহায্যের হাত বাড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২ দিনের মধ্যে স্কুলে পৌঁছল হাজার কেজি চাল, আড়াইশো কেজি ডাল, ১০০ কেজি আলু, ২ টিন তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
গত শনিবার রাজ্যে ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও বলেন। এছাড়া এপ্রিলের শেষে মিড ডে মিলের চাল-আলু-ডিম দিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এরপরেই বিভিন্ন জেলার ডিআই অফিস থেকে মেল আসতে শুরু করেছে প্রধান শিক্ষকদের কাছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, আগামী সপ্তাহে রাজ্যের বিদ্যালয়গুলো থেকে থেকে দ্বিতীয় দফায় মিড ডে মিলের চাল এবং আলু বিতরণের জন্য পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মর্মে স্কুলগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কোনো সমস্যা হলে উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে যোগ যোগাযোগ করতে বলা হয়েছে।