হাঁসখালিতে নির্বাচন কর্মীদের মারধর, গ্রেপ্তার বিজেপির ৩
নির্বাচন কমিশনের দুই কর্মীকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাতে এক মহিলা সহ তিন বিজেপি (BJP) কর্মীকে গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিস (Hanskhali Police Station)। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রথীন শিকদার, চায়না সরকার ও শুভঙ্কর সরকার। তারা গৌরনগরের বাসিন্দা। উল্লেখ্য, বুধবার রাতে হাঁসখালির গৌরনগর এলাকায় সরকারি জায়গায় থাকা বিজেপির দলীয় পতাকা, ব্যানার, ফ্লেক্স খুলতে গিয়েছিলেন কমিশনের কর্মীরা। সেই সময় তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও ফ্লাইং স্কোয়াডের গাড়ি ভাঙচুর করে বিজেপির কর্মী-সমর্থকরা। ওই রাতেই বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন হাঁসখালির বিডিও। অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। বিজেপির নদীয়া জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার সদস্য সুমন রায় বলেন, ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত ছিল না। পুলিস আমাদের কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। বিডিও শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করছে। তাঁর বিরুদ্ধে দলের পক্ষ থেকে কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।