২০ লক্ষ ‘সুরক্ষা স্টোর’ খোলার সিদ্ধান্ত কেন্দ্রের
লকডাউন চলাকালীন দেশের ২০ লক্ষ মুদির দোকানকে ‘সুরক্ষা স্টোর’-এ পরিণত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ওই দোকানগুলিতে করোনা সতর্কতা বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হবে।
সরকারি সূত্রে খবর, মুদির দোকানকে ‘সুরক্ষা স্টোর’-এ পরিণত করার দায়িত্ব দেওয়া হবে কয়েকটি ভোগ্যপণ্য সংস্থাকে। এক একটি সংস্থাকে একটি বা দু’টি রাজ্যের দায়িত্ব দেওয়া হবে। উপভোক্তা সংক্রান্ত দফতরের সচিব পবনকুমার আগরওয়াল ইতিমধ্যেই ভোগ্যপণ্য সংস্থাগুলির সঙ্গে এক দফা আলোচনা করেছেন। আগামী ৪৫ দিনের মধ্যে এই পরিকল্পনা কার্যকর করা হবে। আগরওয়াল অবশ্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
সরকারি সূত্রে খবর, ‘সুরক্ষা স্টোর’ হতে গেলে স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত কয়েকটি বিধি মেনে চলতে হবে মুদি দোকানগুলিকে। দোকানের বাইরে ও কাউন্টারে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে অন্তত দেড় মিটার দূরত্ব নিশ্চিত করতে হবে। দোকানে ঢোকার আগে ক্রেতারা যাতে স্যানিটাইজ়ার বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেন তা দেখতে হবে। সব কর্মীকে মাস্ক দিতে হবে। দোকানের যে সব জায়গায় কর্মীদের বারবার হাত দিতে হয় সেগুলি দিনে দু’বার জীবাণুমুক্ত করতে হবে।