তথ্য যাচাই বিভাগে ফিরে যান

বিদ্যাসাগর কলেজের ছাত্রের মতই ফেসবুক জুড়ে এখন ‘শীতলকুচির ভোটকর্মী’

April 11, 2021 | < 1 min read

শীতলকুচির (Sitalkuchi) ঘটনাকে ধামা চাপা দিতে, আর ঘটনার মোর অন্যদিকে ঘোরাতে, যথারীতি মাঠে নেমে পড়েছে বিজেপির (BJP) আইটি সেল।

মনে আছে, বিদ্যাসাগর কলেজের ঘটনার পর কীভাবে বাংলায় ‘বিদ্যাসাগর কলেজের ছাত্র’ ফেসবুক জুড়ে গজিয়ে উঠেছিল! কিংবা সেই ‘কৃষক পরিবারের সন্তান’ রা কেমন একই লেখা কপি পেস্ট করে তারা ফেসবুকময় দাপাদাপি করে বেড়াচ্ছিল! সেই একইভাবে রাশি রাশি চাকুরীজীবির আমদানি হয়েছে গতকাল থেকে। যাদের সবারই ভোটের ডিউটি পড়েছিল সেই শীতলকুচিতেই।

এখানেও সেই একই পদ্ধতি। লেখা কপি পেস্ট। পোস্টের বক্তব্যও যথারীতি কেন্দ্রীয় বাহিনীর স্বপক্ষেই। সবার বয়ান কে -কেন্দ্রীয় বাহিনী তাদের রক্ষাকবচের মতো বাঁচিয়েছে। গুলিচালনার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে ক্লিনচিট দিয়েছেন এই জনৈক ব্যক্তিরা। পরিষ্কার বোঝা যাচ্ছে একটিই পোস্ট বিভিন্ন প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। হুবহু এক ভাষা, এক বিষয়। মূল উদ্দেশ্য শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী নির্দোষ তা প্রমাণ করা।

বিষয়টি সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। এভাবেই আরও একবার পর্দা ফাঁস হল বিজেপির আইটি সেলের ‘কপি পেস্ট’ অস্ত্রের।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sitalkuchi

আরো দেখুন