মমতার বাংলায় নষ্ট হয়নি একবিন্দু টিকা
দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে দেড় লক্ষ। তবে এই পরিস্থিতিতেও দেশে যে ভ্যাকসিনের ঘাটতি রয়েছে, সেই খবর কয়েকদিন আগেই শিরোনামে উঠে এসেছিল। এর পাশাপাশি দেশের একাধিক রাজ্যে ভ্যাকসিন নষ্টও হয়েছে। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত হরিয়ানা। তবে এক্ষেত্রে তুলনামূলক অনেকটাই ভাল কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এ রাজ্যে ভ্যাকসিন অপচয় শূন্য। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে করোনার টিকা সবচেয়ে বেশি অপচয় হয়েছে তামিলনাড়ুতে। যার পরিমাণ ১২.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানায় টিকার অপচয় হয়েছে ১০ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বিহার (৮.১ শতাংশ)। এছাড়া দিল্লী (৭ শতাংশ), অন্ধ্রপ্রদেশ (৭.৩ শতাংশ), পাঞ্জাব (৮ শতাংশ), অসম (৭.৩ শতাংশ), মণিপুরেও (৭.২ শতাংশ) টিকার অপচয় হয়েছে। বিগত কয়েকদিন ধরে দেশের একাধিক রাজ্য টিকার সরবরাহ নিয়ে সরব হয়েছে। রাজ্যগুলির দাবি, কেন্দ্র টিকা সরবরাহ করছে না। আবার কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে টিকা অপচয়ের ব্যাপারে পালটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে গোয়া, লাক্ষাদ্বীপ, কেরালা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মমতার বাংলা প্রশংসনীয় কাজ করেছে। কারণ এই রাজ্যগুলিতে করোনা টিকা অপচয়ের পরিমাণ শূন্য।