খাবার ও রাত্রিবাসের জন্য গুগুল অ্যাসিস্টেন্ট হেল্পলাইন
ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষকে সাহায্য করতে কাজ করছে গুগল। গুগল অ্যাসিস্টেন্ট এর মাধ্যমে সাধারণ মানুষকে খাবার ও রাত্রিবাসের ঠিকানা বাতলে দেবে গুগল। আপাতত ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা। যাদের স্মার্টফোন নেই, তাঁদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে গুগল।
ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষকে সাহায্য করতে কাজ করছে গুগল। গুগল অ্যাসিস্টেন্ট এর মাধ্যমে সাধারণ মানুষকে খাবার ও রাত্রিবাসের ঠিকানা বাতলে দেবে গুগল। আপাতত ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা। যাদের স্মার্টফোন নেই, তাঁদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে গুগল।

০০০৮০০৯১৯১০০০ এই নম্বরে ফোন করলে জানা যাবে খাবার ও রাত্রিবাসের সুলুকসন্ধান। এই পরিষেবা মিলছে ইংরিজি ও হিন্দীতে। এই নম্বরে ফোন করে বলতে হবে কোন শহরে খাবার বা কোন শহরে রাত্রিবাস খুঁজছেন। এই পরিষেবা মিলছে দেশের ৩৩টি শহরে।
স্মার্ট ফোন ব্যবহারকারীরা ফুড শেল্টার্স লিখে শহরের নাম দিয়ে বা, নাইট শেল্টার্স লিখে শহরের নাম দিয়ে, গুগুল সার্চ করতে পারে। গুগুল ম্যাপে এই জায়গাগুলি পিন করা আছে।
ফিচার ফোনের জন্যও গুগুল শেল্টারের লোকেশন দিয়েছে ম্যাপে কাইওএসে। এছাড়া কুইক অ্যাক্সেস শর্টকাট তৈরী করার পরিকল্পনা রয়েছে গুগলের।