উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পাহাড়ের সাথে তরাই-ডুয়ার্সের ঝগড়া লাগায় বিজেপি: জলপাইগুড়িতে মমতা

April 14, 2021 | 2 min read

আজ পঞ্চম দফার নির্বাচনের আগে প্রচারের শেষ দিন। যদিও সাধারণত প্রচার ভোটের ৪৮ ঘন্টা আগে শেষ হয়, এবারে নির্বাচন কমিশন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ৭২ ঘন্টা আগেই প্রচার বন্ধ করে দেওয়ার। আজ মূলত উত্তরবঙ্গেই প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুপগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়িতে জনসভা আছে তৃণমূলনেত্রীর। এছাড়া নদিয়া জেলাতেও রোড শো আছে তাঁর।

লাইভ আপডেট

১:১৬: মনে রাখবেন এটা দিল্লির ভোট নয়, বাংলা কে বাঁচাতে হলে, সব প্রকল্পের সুবিধা পেতে গেলে তৃণমূলকে ভোট দেবেন।

১:১৪: নববর্ষ আসছে, সবার কল্যাণ কামনা করি। আমাকে প্রচার করতে দিচ্ছে না, এর কারণ আমি হিন্দু মুসলমানদের সবাইকে সংঘবদ্ধভাবে ভোট দিতে বলেছি, আর নরেন্দ্র মোদী যে আমাকে রোজ ভ্যাঙচাচ্ছেন, এই যে গুলি চালিয়ে মারলো, বিজেপি বলল আরো গুলি চালা‌ও, তাতে কিছু করেছে। আমরা বাংলা বিচ্ছেদ করতে দেবো না।

১:১২: জলপাইগুড়িতে আমি উত্তরকন্যা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিশ্ব ক্রীড়াঙ্গন করে দিয়েছি, এবার রাজবংশী স্কুল আর মডেল ইংলিশ স্কুল করে দেব। রাজবংশী ভাইদের জন্য আমরা ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি।

১:১০: ভোট দেবেন, ভোটার লিস্টে নাম কাটতে দেবেন না। না হলে অমিত শাহ আর মোদী মিলে এনআরসি করে দেবে। বাংলা একমাত্র রাজ্য যেখানে আমি এনআরসি করতে দিইনি।

১:০৮: গ্যাসের দাম নির্বাচনের আগে ১০০ টাকা কমিয়ে দিতে পারে, নির্বাচনের পর দ্বিগুণ করে দেবে, হাজার টাকা গ্যাসের দাম, আর ৫০০ টাকা ক্যাশ দিচ্ছে, ওই টাকা আপনাদের টাকা, নিয়ে নেবেন। এখন কোটি কোটি টাকা আর গুন্ডা নিয়ে বসে আছে। আপনারা হৃদয় দিয়ে কাজ করুন।

১:০৬: উদ্বাস্তুদের চিন্তা নেই, জমির আইনি স্বীকৃতি দিয়েছে। ওরা হিন্দু-মুসলমান দ্বন্দ্ব লাগায়। কামতাপুরী রাজবংশীদের মধ্যে দ্বন্দ্ব লাগায়। বিজেপি মানুষকে গুলি করে ঠান্ডা করার চেষ্টা করছে।

১:০৫: কৃষকরা এখন ৬,০০০ টাকা পায়। খেতমজুররা ৩,০০০। আমরা কৃষকদের ১০ হাজার টাকা করে দেব। ক্ষেতমজুরদের ৫ হাজার টাকা করে দেব। শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা করে দিয়েছি, দেড় কোটি মানুষ ৬০ বছর বয়সের আড়াই লাখ টাকা পাবে।

১:০৩: আমার মা বোনেদের প্রত্যেক মাসে ৫০০ থেকে হাজার টাকা হাত খরচা দেব। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো, সরকার জামিন থাকবে। দেশে বিদেশে পড়াশোনা করতে পারবে।

১:০২: আমরা কেন ভোট চাইছি? আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপসী করেছি। আমরা বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, সাইকেল দিচ্ছি। ১০ হাজার টাকা দিচ্ছি ট্যাবের জন্য। স্বাস্থ্যসাথীতে ৫ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে পাবেন, আমরা বিনামূল্যে রেশন দিচ্ছি, এবার সেই রেশন বিনা পয়সায় দরজায় দরজায় চলে যাবে।

১:০১: আমার একটা পা খারাপ করে দিয়েছে, কিন্তু আমার মা বোনেদের দুটো পা দিয়ে আমি চলছি।

১:০০: কোভিডের সময় এরা কেউ ছিলনা, এবার ভোটের সময় এনআরসি নিয়ে কথা বলছে, অসমে ভোট শেষ হওয়ার পর সব বাঙালিদের ‘ডি’ নোটিশ পাঠাচ্ছে, জিজ্ঞেস করছে কেন এনআরসি করা হবে না।

১২:৫৮: লেবং-এ গিয়ে অমিত শাহ বলেছে এনআরসির কথা কখনো বলেনি। ধুপগুড়িতে গিয়ে বলেছে মমতা দিদি চা ঘৃণা করেন, আমি চা খাই, চা বানিয়ে খাওয়াই।

১২:৫৭: জলপাইগুড়ির মানুষ শান্তিপ্রিয়। এখানে আদিবাসী থেকে শুরু করে অনেক ভাষা-ভাষীর মানুষ আছেন। আগামী ১৭ তারিখ নির্বাচন। অনেকে রাত্রিবেলা গিয়ে ভয় দেখাবে। ভয় পাবেন না। ভোট দেবেন। বিজেপি এখানে এনআরসি বিল উইড্র করে নি। যখন তখন এনআরসি লাগু করবে।

১২:৫৬: আজকের ডঃ আম্বেদকরের জন্মদিন, ডক্টর উপেন বর্মণ জলপাইগুড়ির মানুষ ছিলেন, এবং সংবিধান পরিষদের সদস্য ছিলেন, তাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি।

১২:৫৫: কালকে নববর্ষ, সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রার্থী একটু অসুস্থ, তিনি বাড়ি থেকে কাজ চালাবেন, সমস্ত নেতৃত্ব এখানে ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #jalpaiguri, #West Bengal Assembly Election 2021

আরো দেখুন