বিবিধ বিভাগে ফিরে যান

আজ পয়লা বৈশাখ, জেনে নিন লক্ষ্মী-গণেশ,  হালখাতা পুজোর নির্ঘণ্ট

April 15, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গুপ্তযুগের জ্যোর্তিবিদ বরাহমিহির তাঁর ‘বৃহৎ সংহিতায়’ বলেছেন- ২৪০ অব্দে(৩১৯ খ্রীঃ) চৈত্র সংক্রান্তি বা ১লা বৈশাখ প্রথম চন্দ্রগুপ্ত তাঁর অভিষেকের দিন গুপ্তাব্দের সূচনা করেন। এই ১লা বৈশাখের দিনে বা বাংলার অভিধানিক অর্থে বলা যেতে পারে হালখাতা শুভ সূচনা দিবস।

 • এই দিন বাঙালীরা যে দেবতার পূজা অর্চনায় ব্যস্ত থাকেন তিনি দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ ৷ সমস্ত দেবদেবীর পূজোর মধ্যে গণেশের পূজো সর্বপ্রথম করতে হবে কারণ তিনিই সর্বসিদ্ধিদাতা।

এই দিন বাঙালীরা যে দেবতার পূজা অর্চনায় ব্যস্ত থাকেন তিনি দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ ৷ সমস্ত দেবদেবীর পূজোর মধ্যে গণেশের পূজো সর্বপ্রথম করতে হবে কারণ তিনিই সর্বসিদ্ধিদাতা।

 • লক্ষ্মীদেবী ধনের দেবী হিসাবে পূজিত হন ৷ এই কারণে দেবী লক্ষ্মীকে গণেশের সঙ্গে পূজো করা হয়।

লক্ষ্মীদেবী ধনের দেবী হিসাবে পূজিত হন ৷ এই কারণে দেবী লক্ষ্মীকে গণেশের সঙ্গে পূজো করা হয়।

 • এখন দেখে নেওয়া যাক, নতুন বছরে প্রথম পুজোর নির্ঘন্ট ও সময় সূচি ৷ বাংলা তারিখ- ১ বৈশাখ ১৪২৮ , বৃহস্পতিবার। ইং তারিখ- ১৫/৪/২০২১।

এখন দেখে নেওয়া যাক, নতুন বছরে প্রথম পুজোর নির্ঘন্ট ও সময় সূচি ৷

 • পুজোর মাহেন্দ্রযোগ সকাল ৭টা ০১-এর মধ্যে । আবার বেলা ১০টা ২২ থেকে ১২টা ৫২ পর্যন্ত রয়েছে পুজোর সময় । অভিজিৎ মুহূর্ত ১১টা ১২ থেকে ১২টা পর্যন্ত ।

লক্ষ্মী-গণেশ পুজোর সময়:সকালের শুভ মুহূর্তগুলোতে, সাধারণত ৬টা থেকে ১১টার মধ্যে এই পূজা করা হয়।পূজা শুরু করার আগে গণেশের পূজা করা হয়, এরপর লক্ষ্মীর পূজা করা হয়।

পয়লা বৈশাখ— ১৫ এপ্রিল, মঙ্গলবার।

দ্বিতীয়া তিথি— বেলা ১০টা ৫৬ মিনিট পর্যন্ত, তার পর শুরু হবে তৃতীয়া তিথি।

অমৃতযোগ— সকাল ৭টা ৫০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত, পুনরায় ১২টা ৫৩ মিনিট থেকে বেলা ২টো ৩২ মিনিট, পুনরায় ৩টে ২৪ মিনিট থেকে ৫টা ৪ মিনিট পর্যন্ত।

বারবেলা— সকাল ৬টা ৫৫ মিনিট থেকে ৮টা ২৮ মিনিট পর্যন্ত, পুনরায় ১টা ১২ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#poila baisakh, #Ganesh Pujo, #Hal khaata, #Lakshmi Ganesh

আরো দেখুন