দেশ বিভাগে ফিরে যান

কমিশনের বিরুদ্ধেই এবার কমিশনে অভিযোগ জানাল তৃণমূল

April 14, 2021 | < 1 min read

বাংলার বিধানসভা ভোট অব্যহত। ইতিমধ্যেই চার দফার ভোট সম্পন্ন হয়েছে। আরও চার দফার ভোট বাকি আছে। এর মধ্যেই বার বার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র বিরোধী দলগুলি। এবার নির্বাচন কমিশনের কার্যকলাপেই প্রশ্ন তুলে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল তৃণমূল।

চিঠিতে মূলত কমিশনের বিজেপি এবং তৃণমূল, রাজ্যের এই দুই প্রধান বিরোধী দলের প্রতি দু রকমের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রথমত অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যে কথা বলাতেও কেন কোন পদক্ষেপ নিল না কমিশন তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ই শীতলকুচির ঘটনার জন্যে দায়ী নরেন্দ্র মোদীর এই বক্তব্যেরও তীব্ৰ বিরোধীতা করা হয়েছে। এতো কিছুর পরেও কমিশনের কেন তাঁদের প্রচার রদ করেনি জানতে চাওয়া হয়েছে।

দ্বিতীয়ত, বিজেপি নেতারা ‘জায়গায় জায়গায় শীতলকুচি হবে ‘, ‘চার জন কেন আট জনকে মারল না’, এইরকম উস্কানিমূলক কথা বলার পরেও কেন তাঁদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিল না কমিশন বা কেন তাঁদের ব্যান করা হল না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মহিলাদের সুরক্ষায় সজাগ থাকতে বলায়, কেন তাঁকে ২৪ ঘন্টার জন্যে ব্যান করা হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

বার বার কমিশনের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এবার সরাসরি চিঠি গেল মুখ্য আধিকারিকের কাছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India

আরো দেখুন