করোনা বৃদ্ধির জের, স্থগিত সামশেরগঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কংগ্রেস (Congress) প্রার্থী রেজাউল হকের। এই প্রার্থীর মৃত্যুর জেরে আপাতত পিছিয়ে গেল সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন৷ বৃহস্পতিবার সকালেই মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের৷ তার জেরেই পিছিয়ে গেল ওই কেন্দ্রের নির্বাচন। তাছাড়া বিভিন্ন কেন্দ্রের একাধিক প্রার্থী করোনায় আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।
জানা গিয়েছে, বুধবারই সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর করোনা রিপোর্ট পজিটিভ (Covid 19) আসে৷ চিকিৎসার জন্য তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই এদিন ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেজাউল হক৷ বাংলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে৷ তার মধ্যে এই মুহূর্তের বিভিন্ন কেন্দ্রের একাধিক প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলারই জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়েছেন৷ করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার বর্মাও৷ নদিয়ার করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষও করোনায় আক্রান্ত৷ মাটিগাড়া–নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দ বর্মণও করোনায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী৷ গোয়ালপোখোরের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানিও করোনায় আক্রান্ত হয়েছেন৷ তপনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কুও সংক্রমিত হয়েছেন৷ এই পরিস্থিতিতে রাজ্যের বাকি চার দফার ভোট গ্রহণ কীভাবে হবে, তা নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷ তার আগে এই সামশেরগঞ্জ কেন্দ্রে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।