বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

তৃণমূলের তরফ থেকে রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগপত্রটি পাঠিয়েছেন। সংবিধানকে বিকৃত করা মানে আম্বেদকরের জন্মদিনে তাঁকেই অপমান করা, বলে চিঠিতে মন্তব্য করেন সাংসদ।

April 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে ১৪ এপ্রিল তাঁকে শ্রদ্ধা জানাতে একটি টুইট করেন। আর সেই টুইটে ভারতীয় সংবিধানের একটি অংশ তুলে ধরেন। কিন্তু সেই অংশ থেকে কায়দা করে বাদ দেওয়া হয় ‘ধর্মনিরপেক্ষ’, ‘অখণ্ডতা’, ‘সমাজতান্ত্রিক’ এই শব্দগুলিকে। কিন্তু মূল সংবিধানের ওই অংশে এই শব্দগুলি আছে।

আর এই বিষয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বাবুলের বিরুদ্ধে অভিযোগ জানায় তৃণমূল (Trinamool)। তৃণমূলের অভিযোগ সমস্ত সরকারি ক্ষেত্র, যেমন ব্যাংক, পাবলিক সেক্টর সব জায়গায় নোংরা রাজনীতি করছে বিজেপি। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সংবিধানকে বিকৃত করার অভিযোগও আনে রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফ থেকে রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগপত্রটি পাঠিয়েছেন। সংবিধানকে বিকৃত করা মানে আম্বেদকরের জন্মদিনে তাঁকেই অপমান করা, বলে চিঠিতে মন্তব্য করেন সাংসদ।

এ বিষয়ে দ্রুত কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে রাজ্যের শাসক দল। বাবুল সুপ্রিয়র শাস্তিরও দাবি জানায় তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen