দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রানাঘাট উত্তর পূর্বের বিজেপি প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর খানাপিনা? ছবি ফাঁস, উঠছে প্রশ্ন

April 16, 2021 | 2 min read

সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী অসীম বিশ্বাস এর সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের এলাহি খানাপিনার ছবি। যে ছবিতে একই টেবিলে বসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে খানাপিনায় মত্ত বিজেপি প্রার্থী। ছবিটা টুইট করে প্রশ্ন তুলেছেনা কৃষ্ণনগরের তৃনমুল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি বলেছেন, আগামীকাল ৫ম দফার ভোটার আগে এই খানাপিনার ছবি দেখার পর ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

এর আগে কখনো বিজেপি নেতা সায়ন্তন বসু প্রকাশ্য জনসভায় থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্দেশ দিচ্ছেন, “পা নয়, সরাসরি বুক লক্ষ্য করে গুলি করুন।” তার পরেই দেখা যাচ্ছে কোচবিহার শীতলকুচি তে নিরীহ এবং নিরস্ত্র তৃণমূল সমর্থক ৪ মুসলিম যুবককে বুক এবং মাথায় গুলি করে হত্যা করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আবার কখনো বিজেপির প্রার্থনা রাজ্য সভাপতি রাহুল সিনহা প্রকাশ্য জনসভায় থেকে বলছেন, “চারজনের জায়গায় ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল।”

স্বাভাবিকভাবে এইসব ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে অভিযোগ করেছেন, “বাংলায় ভোটের দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কাজ করছে বিজেপি নেতা অমিত শাহ এর নির্দেশ মত।”

এই ঘটনায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Mahua Moitra, #bjp

আরো দেখুন