মালদহের প্রচারে ঝড় মৌসমের

পাশাপাশি মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল সাহা শ্রীরামপুর এলাকায় ভোট প্রচার করেন। ওই এলাকায় রোড শোর মধ্যদিয়ে প্রচার চালান বিজেপির প্রার্থী ও নেতারা।

April 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার মালদহের হবিবপুরের তৃণমূলের প্রার্থী প্রদীপ বাস্কের সমর্থনে প্রচারে ঝড় তুললেন তৃণমূলের জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর (Mausam Noor)। এদিন তিনি হবিবপুর ব্লক সদর সহ বুলবুলচণ্ডী এলাকায় রোড শো করেন।  প্রচুর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এদিন প্রচারে ব্যাপক সাড়া মিলেছে।  রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থেকে গ্রামবাসীরা  হাত নেড়ে তৃণমূল (Trinamool) প্রার্থীকে আশীর্বাদ করেন। রোড-শোর মাধ্যমে বিভিন্ন এলাকায় গাড়ি দাঁড় করিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী। ভোটপ্রচারে তৃণমূল প্রার্থীর সমর্থনে বেরিয়ে আপ্লুত হন মৌসম নুর। তিনি বলেন, মানুষের ব্যাপক সাড়া মিলেছে।  পাশাপাশি  মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল সাহা শ্রীরামপুর এলাকায় ভোট প্রচার করেন।  ওই এলাকায় রোড শোর মধ্যদিয়ে প্রচার চালান বিজেপির প্রার্থী ও নেতারা।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen